গতি আর বাউন্সের ঝড় তুলতে চান দেশের সবচেয়ে গতিময় পেসার
২০ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ডাক পেয়েছেন নাহিদ রানা। নবাগত এই পেসারকেই দেশের সবচেয়ে গতিময় বোলার হিসেবে মনে করছেন জাতীয় দলের নির্বাচকেরা। এবার বিপিএলে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতি তোলে সবার নজর কাড়েন নাহিদ। বাংলাদেশের একজন পেসার প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন, এ যেন বিস্ময়কর। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে গতি আর বাউন্সের পসরা সাজাতে চান নাহিদ।
শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে সিরিজে প্রথম টেস্ট। তার আগে গণমাধ্যমকে ২১ বছর বয়সী নাহিদ বলেন, “জাতীয় দলে ডাক পেয়ে খুব ভালো লাগছে। যেকোনো খেলোয়াড়ই জাতীয় দলের খেলার স্বপ্ন দেখে। আমারও ব্যতিক্রম না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জোরে বল করতে চাই। লাইন লেন্থ ঠিক রেখতে চাই। এছাড়া আমার আরেকটা শক্তির জায়গা হলো বাউন্সার দেয়া। সেই চেষ্টা থাকবে।”
চাঁপাইনবাবগঞ্জের ছেলে নাহিদ ছোট থেকেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন। অবশ্য পরিবারের চাপ ছিল পড়াশোনার দিকে। শেষ পর্যন্ত ক্রিকেটারই হয়ে যান নাহিদ, “পরিবার চাইত লেখাপড়া করি। আমার খেলায় আগ্রহ ছিলো। নিজে থেকেই খেলতাম৷ প্রথম ক্রিকেট বল খেলি ১৮ বছর বয়সে। পরিবার বলল এসএসসি পাস করতে পারলে খেলতে দেবে, সেই কথা মতো খেলার অনুমতি পেলাম। জাতীয় দলে ডাক পাওয়ায় পরিবারের সবাই এখন খুশি, গর্বিত। চাঁপাইনবাবগঞ্জেই আমার শুরু। প্রথমে বয়সভিত্তিক ধাপ৷ পরে জাতীয় লিগ, বিপিএল খেলতাম। এইচপিতেও ছিলাম।”
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২১.৯২ গড়ে নিয়ে ফেলেছেন ৬৩ উইকেট। দীর্ঘকায় এই পেসারের শারীরিক গড়ন পেস বোলারদের জন্য আদর্শ হওয়ায় সহজাতভাবেই বলে গতি তুলতে পারেন বলে জানান নাহিদ, “এটা (গতি) আমার সহজাতভাবে আসে। আমি সেভাবে নিজেকে প্রস্তুত করি, ফিটনেস ভালো রাখি৷ জোর বল করার চেষ্টা করি, সেভাবেই হয়ে যায়।”
মন্তব্য করুন: