অস্ট্রেলিয়ার মূল শক্তিতে আঘাত করাই জ্যোতিদের লক্ষ্য
২০ মার্চ ২০২৪
প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে কন্ডিশন বিবেচনায় মেয়েদের ক্রিকেটের সবচেয়ে সফল দেশটির জন্য সিরিজটা যে মোটেও সহজ হবে না তা আগেই জানিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির মূল শক্তির জায়গায় আঘাত করার লক্ষ্য নিয়েই বাঘিনীদের মাঠে নামার কথাও জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের চেনা কন্ডিশনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের এগিয়ে রেখে জ্যোতি বলেন, “প্রথমত হোম কন্ডিশন। আমার মনে হয় ওরা কখনোই যেহেতু খেলেনি এখানে, এখানকার কন্ডিশন তাদের জন্য অনেক বেশি অচেনা হবে।”
“তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন দ্রুত ভেঙে দিতে পারি। আর বোলিংয়ে আমরা সেরা, এটা সব সময়ই বলতে হবে। এই মাঠেই বলুন বা যেকোনো জায়গায়ই হোক, আমার বোলাররা অনেক বড় বড় ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফর্ম করেছে। সেদিক থেকে অনেক আত্মবিশ্বাসী আমি।”
বোলারদের নিয়ে অধিনায়কের আত্মবিশ্বাস যে বাড়াবাড়ি নয়, তার প্রমাণ পাওয়া যায় গত বছর ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। দলের মূল শক্তি স্পিনারদের নৈপুণ্যে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি ভারতের সঙ্গে সিরিজ ড্র করে তারা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই ওয়ানডে ও টি-টুয়েন্টিতে হারায় বাংলাদেশ।
এই সিরিজের আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল তিনবার মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। আর সাতবারের ওয়ানডে বিশ্বকাপ এবং ছয়বারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলটির বিপক্ষে নিজেদের প্রথম সিরিজকে দেশের মেয়েদের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক হিসেবে দেখা জ্যোতি বলেন, “এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের অন্যতম ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে।”
আগামী অক্টোবরে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরকে সামনে রেখে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে নিজেদের পরীক্ষার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। এমনকি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই সফরকে অ্যালিসা হিলির দল বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেও বলে মনে করেন জ্যোতি।
“ছয়-সাত মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নিচ্ছে না। ওদের স্কোয়াড দেখেও তা বোঝা গেছে। বিশ্বকাপও এখানে হবে। সব মিলিয়ে সম্প্রতি যতগুলো সিরিজ খেলেছি – ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা – সবাই ভালো দল।”
মন্তব্য করুন: