দারুণ শুরুর পরেও অস্ট্রেলিয়ার মেয়েদের হারাতে পারল না বাংলাদেশ
২১ মার্চ ২০২৪
নিজেদের ইতিহাসের প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে শুরুতেই সফরকারীদের মূল শক্তির জায়গায় আঘাত হেনে ভালো কিছুর ইঙ্গিতই দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ১১৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতির কথা মতো এদিন সফরকারীদের মূল শক্তি ব্যাটিংয়ে আঘাত হেনে ৭৮ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নেন মারুফা-সুলতানারা।
তবে এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর শুরুর চাপ আর ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। বাজে বোলিং ও ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মাঝে অ্যাশলি গার্ডনারের উইকেট তুলে নিয়ে সালমা খাতুনের ৫২ উইকেটকে পেছনে ফেলে ওয়ানডেতে বাংলাদেশ মেয়েদের সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হন স্পিনার নাহিদা আক্তার।
অষ্টম উইকেট জুটিতে অ্যানাবেল সাদারল্যান্ডও অ্যালানা কিংয়ের ৬৭ রানের জুটিতে ২১৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ফাহিমা খাতুনের শেষ ওভারে ৪ ছক্কা ও এক চারে দলের খাতায় ২৯ রান যোগ করেন অ্যালানা। সুলতানা ও নাহিদা নেন দুটি করে উইকেট।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ঠিক দিকেই এগুচ্ছিল বাংলাদেশ। ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে তৃতীয় উইকেটে মোস্তারিকে নিয়ে শুরুর চাপ সামাল দেন জ্যোতি। কিন্তু দলীয় ৭০ রানে সোবহানাকে (১৭) সাজঘরে ফিরিয়ে ৪৯ রানের এই জুটি ভাঙেন অ্যালানা। এরপর পরপর তিন রান-আউটে ম্যাচ থেকেই ছিটকে যায় জ্যোতির দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন জ্যোতি।
মন্তব্য করুন: