চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি
২১ মার্চ ২০২৪
আইপিএলের এবারের আসর শুরুর আগে দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বেশ বড় এক চমক নিয়েই হাজির হয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের অন্যতম সফল দলটির অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরুর একদিন ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি জানায় চেন্নাই কর্তৃপক্ষ। ফলে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের অধীনে মুস্তাফিজুর রহমানের খেলা আর হচ্ছে না।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে আছেন ধোনি। মাঝে ২০২২ সালের আসরে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হলেও ৮ ম্যাচ পরেই পুনরায় তার কাঁধেই দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ধোনির অধীনে এখন পর্যন্ত ১৬ আসরের ১০টিতেই ফাইনাল খেলেছে চেন্নাই। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটিকে পঞ্চম শিরোপা জিতিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সমান পাঁচটি শিরোপার রেকর্ডেও ভাগ বসান ধোনি।
ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে চেন্নাইয়ের পক্ষ হতে বলা হয়, “২০২৪ আইপিএল শুরুর আগে এম এস ধোনি রুতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। ২০১৯ থেকে রুতুরাজ চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ, যিনি এ সময়ের মধ্যে ৫২ ম্যাচ খেলেছেন। চেন্নাই এখন মৌসুমের দিকে তাকিয়ে।”
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
টুর্নামেন্ট শুরুর একদিন আগে ধোনির নেতৃত্ব ছাড়ার বিষয়টি বেশ বড় চমক হয়েই এসেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। তবে ভারতের সাবেক এই অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন চেন্নাইয়ের মালিকপক্ষ।
চেন্নাইকে ২১২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২৮ ম্যাচে জয় এনে দিয়েছেন ধোনি। সব মিলিয়ে আইপিএলে রেকর্ড ২২৬ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তার পরের অবস্থানে আছেন মুম্বাইকে ১৫৮ ম্যাচে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা। এবারের আসরে ডানহাতি এই ব্যাটারকেও মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে না।
নতুন অধিনায়ক গায়কোয়াড় চেন্নাইয়ের হয়েই ২০২১ সালের আইপিএলে ৬৩৫ রান করে মৌসুমের সর্বোচ্চ রান-সংগ্রাহক হন। অধিনায়ক হিসেবে ডানহাতি এই ওপেনারের তেমন অভিজ্ঞতা না থাকলেও গত বছর এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়ে স্বর্ণপদক জেতান।
শুক্রবার ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: