দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত
২২ মার্চ ২০২৪
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে আগে ভারতীয় দল বাংলাদেশে আসবে। শুক্রবার এমনই তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক ও নারী উইংসের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেটে শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সাংবাদিকদের শফিউল আলম বলেন, “বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে। বিশ্বকাপে উপলক্ষে সিলেট স্টেডিয়ামে আরও কিছু সংস্কার করা হবে।”
টি-টুয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী এপ্রিল-মে মাসে ভারতীয় নারী দল বাংলাদেশ সফরে আসতে পারে। দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো সিলেটে হওয়ার কথা আছে। সবশেষ গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল। তবে একই ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ হেরেছিল টাইগ্রেসরা।
মন্তব্য করুন: