বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ
গতির ঝড় তুলে নাহিদ রানার অভিষেক
২২ মার্চ ২০২৪
অভিষেক টেস্ট ম্যাচে গতি আর বাউন্সে লঙ্কানদের নাকাল করে ছাড়লেন পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসেই তিন উইকেট তুলে নিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ২১ বছর বয়সী এই পেসার।
শুক্রবার সিলেট টেস্টের শুরু থেকেই রানা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করছিলেন। প্রতি ওভারেই তার গতি ১৪৬.৫ কিলোমিটার উঠে যাচ্ছিল। একটানা এমন গতিতে বল করে যাওয়া পেসার বাংলাদেশে নেই বললেই চলে। সেইসঙ্গে দারুণ লাইন-লেন্থ আর শরীর বরাবর বাউন্সার দিয়ে নাকাল করে ছাড়ছিলেন লঙ্কান ব্যাটারদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তাকে দারুণভাবে ব্যবহার করেছেন। যে মুহূর্তে উইকেটের খুব প্রয়োজন ছিল, ঠিক সেই মুহূর্তেই দুর্দান্ত ব্রেক থ্রু এনে দিয়েছেন নাহিদ রানা।
৫৭ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কার হাল ধরেছিলেন কামিন্দু মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। কোনোভাবেই এই দুজনকে যেন বিচ্ছিন্ন করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত দুজনকেই ফেরান নাহিদ। নাহিদের বাড়তি বাউন্স মেশানো বলে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন ১০২ রান করা মেন্ডিস। ভাঙে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি।
পরের ওভারে নাহিদের আরও একটি বাউন্সারের ফাঁদে পা দেন ধনাঞ্জয়া। পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন ১০২ রান করা লঙ্কান অধিনায়ক। নাহিদের গতি সামলাতে পারেননি প্রবাত জয়সুরিয়াও। ১১ বলে ১ রান করে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি স্পিনার। এরপর দ্রুত শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। যদিও লঙ্কানদের ২৮০ রানে গুটিয়ে ৩২ রান তুলতে ৩ উইকেট হারানোয় বাংলাদেশ স্বস্তিতে নেই।
মন্তব্য করুন: