৬ সপ্তাহে ১৪ ম্যাচ: আইপিএলের ভ্রমণ ক্লান্তি নিয়ে অসন্তুষ্ট কামিন্স
২৩ মার্চ ২০২৪
অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। এবারই প্রথম আইপিএলে কোনো দলের নেতৃত্বভার কাঁধে পড়েছে ডানহাতি এই পেসারের। তার অধীনে এবারের মৌসুমে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে নতুন চ্যালেঞ্জে মাঠে নামার আগেই আইপিএলের ভ্রমণ ক্লান্তি নিয়ে কিছুটা অসন্তুষ্টির কথা জানিয়েছেন কামিন্স।
আইপিএলের হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগ পর্বে একটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলে। ছয় সপ্তাহের ব্যবধানে ম্যাচগুলো খেলতে ভারতজুড়ে বিভিন্ন শহরে ছোটাছুটি করতে হয় দলগুলোকে। এই বিষয়টি যে ক্রিকেটারদের মানসিকভাবে ক্লান্ত করে তা জানেন কামিন্স নিজেও।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে সংবাদ সম্মেলনে টানা ভ্রমণ ক্লান্তির বিষয়ে হায়দরাবাদ অধিনায়ক বলেন, “ছয় সপ্তাহের মধ্যে ১৪টি ম্যাচ খেলতে হবে। সেই সঙ্গে ফাইনাল রয়েছে। আমি টেস্ট ক্রিকেট খেলি নিয়মিত। চার ওভার বল করা তাই এমন কোনো ব্যাপার নয়। কিন্তু এত জায়গায় গিয়ে ম্যাচ খেলা মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। কয়েক দিনের ব্যবধানে নতুন নতুন দলের বিপক্ষে খেলতে হবে। আমরা সেটার জন্য তৈরি।”
ভ্রমণ ক্লান্তি থাকলেও ম্যাচের দিন নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত থাকবে কামিন্সের দল। তবে সব ম্যাচে একই একাদশ থাকবে না জানিয়ে তিনি বলেন, “আইপিএল আমরা আগেও খেলেছি। জানি এটাই হয়। নতুন কিছু নয়। ম্যাচের দিনটাই বেশি গুরুত্বপূর্ণ। এদিনগুলোতেই আমাদের সেরাটা দিতে হবে। কোনো দলই সব ম্যাচে একই একাদশ খেলায় না। আমি নিশ্চিত আমাদের দলেও এমনটা হবে। আমরা বেশ ভাগ্যবান কারণ আমরা একটি তরুণ ও ফিট দল পেয়েছি।”
আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় হিসেবে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ। অস্ট্রেলিয়াকে টেস্ট ও ওয়ানডে দলে নেতৃত্ব দিয়ে দারুণ সাফল্য এনে দিলেও তিনি কখনও টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করেননি। এরপরও আইপিএলে তার নেতৃত্বগুণেই ভরসা রাখছে হায়দরাবাদ। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ডানহাতি এই পেসার বলেন, “আমি এর আগে টি-টুয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিইনি। প্রথমবার আইপিএলে নেতৃত্ব দেব। অনুশীলন করেছি। প্রস্তুতি নিয়েছি। আমরা তৈরি।”
মন্তব্য করুন: