‘ওরা আমাকে আটকানোর ফন্দি করেছিল’ – তাণ্ডব শেষে আন্দ্রে রাসেল
২৪ মার্চ ২০২৪
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন আন্দ্রে রাসেল। গত শনিবার ইডেন গার্ডেন্সে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৬৪ রানের খুনে ইনিংস। পাশাপাশি বল হাতে তুলে নেন ২ উইকেট। সানারাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ রানের দারুণ জয়ের পর ক্যারিবিয়ান হার্ডহিটার জানালেন, কীভাবে তিনি প্রতিপক্ষের পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছেন।
নাইটদের হয়ে গত মৌসুম ভালো যায়নি রাসেলের। ১৪ ম্যাচে মাত্র ২২৭ রান করেছিলেন। ছিল না কোনো ফিফটি। এবার বিধ্বংসী ইনিংস শেষে রাসেল জানালেন, ফর্মে ফেরার জন্য তিনি অনেক পরিকল্পনা করেছেন, “গত দুই মৌসুম ধরে বোলাররা আমার বিপক্ষে আলাদা পরিকল্পনা করছিল। কীভাবে আমাকে আটকানো যায়, সেই পরিকল্পনা করেই তারা মাঠে নামত। তাই আমাকেও পরিকল্পনা করতে হয়েছে। নিজের শট নিয়ে কাজ করেছি। তাই এবার ভালো খেলছি।”
অল-রাউন্ড পারফর্ম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রাসেল। তবে কলকাতার এই জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন সতীর্থ হর্ষিত রানাকে। শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ১৩ রান। ওই ওভারে হর্ষিত নিজেই বল করতে চেয়েছিলেন বলে জানান রাসেল, “হর্ষিত আমাকে বলেছিল সে বোলিং করতে চায়। আমার হাত থেকে বল প্রায় কেড়েই নিয়েছিল। প্রথম বলে ছক্কা খাওয়ার পরও হর্ষিত ফিরে এসেছে এবং দলকে জিতিয়েছে।”
মন্তব্য করুন: