৯৭ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ
২৪ মার্চ ২০২৪
গত তিন সিরিজে দারুণ পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো কিছুর আশা করছিল বাংলাদেশ মেয়েরা। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে যেন ব্যাট ধরতেই ভুলে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেট ও ১৫৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে অ্যালিসা হিলির দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলে রান তুলতেও হিমশিম খায় তারা। ২৭ রানের মধ্যেই অধিনায়ক জ্যোতিসহ দলের চার ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ওপেনার ফারজানা হক ৫২ বল খেলে করেন কেবল ৭ রান। দলের খাতায় ৫০ রান যোগ করতেই ব্যাটাররা সময় নেন ২২ ওভার ৫ বল।
৫৬ রানে ৭ উইকেট হারানো দলের হাল ধরেন নাহিদা আক্তার। টেলএন্ডারদের নিয়ে ডানহাতি এই ব্যাটার দলীয় সংগ্রহ একশ পার করার চেষ্টায় থাকেন। কিন্তু শেষ ব্যাটার হিসেবে ইনিংস সর্বোচ্চ ২২ রান করে নাহিদা আউট হলে ৪৪ ওভার ১ বলে বাংলাদেশের ইনিংস থামে ৯৭ রানে। সফরকারীদের চার স্পিনার মিলে নেন ৯ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়াও। পঞ্চম ওভারে ফিবি লিচফিল্ডকে রান-আউটের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। এরপর অধিনায়ক হিলিকে (১৫) রাবেয়া খান সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের মনে জয়ের আশা সৃষ্টি করেন। তবে ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও দলের চাপ সামাল দেন এলিস পেরি।
বেথ মুনি (৮) ও তালিয়া ম্যাকগ্রা (১০) দ্রুত সাজঘরে ফিরলে পঞ্চম উইকেটে অ্যাশলি গার্ডনারকে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন পেরি। ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে।
একই মাঠে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: