মেয়েদের ব্যাটিং ব্যর্থতার কারণ বুঝতে পারছেন না কোচ
২৪ মার্চ ২০২৪
দক্ষিণ আফ্রিকা সফরে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম সিরিজে দলের ব্যাটাররা যেন একদমই অচেনা হয়ে গেছেন। দুই ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দল গুটিয়ে গেছে ১০০ রানের আগেই। আর হঠাৎ করে ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ ঠিক বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৪৪তম ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা অল-আউট হয় মাত্র ৯৫ রানে।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামার পর ফারজানা হক ও সোবহানা মোস্তারির ১৭ রানের ওপেনিং জুটি ভাঙে নবম ওভারের তৃতীয় বলে। এই জুটির ৯ রানই এসেছে অতিরিক্ত থেকে। স্পিন বোলিং কোচ দিনুকা হেত্তিআরাচ্চির মতে, কোনো অজানা কারণে ব্যাটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পরিকল্পনা করেই নেমেছি। ১০ ওভারে ৪০-৫০ রান করা। তবে জানি না কী হয়েছে। তাদের পরিকল্পনা কাজে আসছে না কোনো এক কারণে।”
“এমন না যে আমাদের ব্যাটাররা ভালো না। তারা ভালো। আমাদের ব্যাটাররা স্পিনারদের ভালো খেলে। গত কয়েক বছরে ভালো করেছে, আমরা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে গিয়ে হারিয়েছি। এখানে কী হচ্ছে জানি না।”
সবশেষ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫০ রান করে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। পরের ম্যাচের দলীয় সংগ্রহ ছিল ২২২ রানের। তবে সিরিজের শেষ ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০০ রানেই গুটিয়ে যায় তারা।
মেয়েদের ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খেলতে নেমে মেয়েরা খেই হারিয়ে ফেলেছে কি না এমন প্রশ্নের জবাবে হেত্তিআরাচ্চি বলেন, “না, অস্ট্রেলিয়া নামটির কারণে নয়। আপনি তো আর নামের সঙ্গে খেলেন না। এটা ব্যাট আর বলের খেলা। ব্যাটারদের মধ্যে সময় কাটাতে হবে। রান করতে হবে। দুইশ’র বেশি করতে হবে। এখন সেটি কাজে দিচ্ছে না।”
মন্তব্য করুন: