মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে দর্শকদের দুয়ো

২৫ মার্চ ২০২৪

মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে দর্শকদের দুয়ো

গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে একপ্রকার ভাগিয়ে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, পাঁচবারের শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দেওয়া হয় নেতৃত্বভার। এই ঘটনায় তোলপাড় হয়েছে ভারতের ক্রিকেটে। আইপিএলের মাঝেও তার রেশ কাটেনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হার্দিকের সঙ্গী হয়েছে পরাজয় আর দর্শকদের দুয়ো।

গত রোববার সাবেক দল গুজরাট টাইটান্সের বিপক্ষে টসের জন্য হার্দিক পান্ডিয়া মাঠে নামতেই গ্যালারি থেকে ভেসে আসে রোহিত, রোহিত চিৎকার। টসের পর পান্ডিয়া যখন সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলছিলেন, তখনও গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে তাকে দেওয়া হচ্ছিল দুয়ো। ম্যাচজুড়েই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। সবশেষে যোগ হলো ৬ রানের পরাজয়। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রত্যাবর্তন ম্যাচের স্মৃতি মোটেও সুখকর হলো না পান্ডিয়ার জন্য।

অন্যদিকে গুজরাটের নতুন অধিনায়ক শুভমান গিলের যাত্রা শুরু হলো জয় দিয়ে। আগে ব্যাট করে গুজরাট ১৬৮ রান তুলেছিল। হার্দিক ৩ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। জবাবে মুম্বাই থামে ১৬২ রানে। ব্যাট হাতে ঝড় তুললেও ৪ বলে ১১ রানেই থামেন হার্দিক। একদিকে হার্দিকের গুজরাট থেকে চলে যাওয়া, অন্যদিকে রোহিতকে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরানো, দুই দলের সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশই যেন দেখা যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

মন্তব্য করুন: