বাংলাদেশ আক্রমণ করলে আমরাও করব : ধনাঞ্জয়া
২৯ মার্চ ২০২৪
বেশ কয়েকবছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ রূপ নিয়েছে দ্বৈরথে। দুই দলের ক্রিকেটাররাই কেমন যেন যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে মাঠে নামেন। চট্টগ্রাম টেস্টের আগের দিন শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার কথাতেও তেমনই ইঙ্গিত ফুটে উঠল।
সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া প্রায় সব প্রশ্নেরই কাঠখোট্টা জবাব দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল কী ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে? জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, “ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।”
চট্টগ্রামের উইকেট নিয়ে ধনাঞ্জয়ার বক্তব্য, “উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে। পরে যত সময় গড়াবে, তখন হয়তো স্পিন ধরবে।”
লঙ্কান অধিনায়ককে জিজ্ঞেস করা হয়, কাসুন রাজিতার চোটে সুযোগ পাওয়া আসিতা ফার্নান্ডো একাদশে থাকবেন কিনা? তার জবাব, “আমরা যদি তিন পেসার নিয়ে খেলি, তাহলে আসিতা নিশ্চয়ই খেলবে।”
সেইসঙ্গে সিলেট টেস্টে ব্যর্থ হওয়া দলের টপ অর্ডার ব্যাটারদের থেকেও বড় স্কোর আশা করছেন ধনাঞ্জয়া, “ওদের একটা ম্যাচই খারাপ গেছে। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে।”
মন্তব্য করুন: