ভারতের ৪৮ বছরের পুরনো রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা
৩১ মার্চ ২০২৪
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ওপর রানের পাহাড় চাপিয়েছে শ্রীলঙ্কা। প্রায় দুই দিন ব্যাট করে প্রথম ইনিংসে তারা তুলেছে ৫৩১ রান। দলের রান পাঁচশ ছাড়ালেও সফরকারী দলের কোনো ব্যাটারই সেঞ্চুরি পাননি। টেস্ট ইতিহাসে কোনো সেঞ্চুরি ছাড়া এটাই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর মাধ্যমে পেছনে পড়ে গেল ভারতের ৪৮ বছরের পুরনো কীর্তি।
১৯৭৬ সালের নভেম্বরে কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৯ উইকেটে ৫২৪ রান তুলেছিল বিষেন সিং বেদির নেতৃত্বাধীন ভারত। দলের হয়ে সেদিন কেউই তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছিলেন মহিন্দর অমরনাথ। ফিফটি করেছিলেন সুনীল গাভাস্কারসহ আরও ৫ জন। শেষ পর্যন্ত ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করায় রানের সংখ্যা আর বাড়েনি। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছিল।
চলতি চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ফিফটি করেছেন ৬ জন। সেঞ্চুরিও হতে পারত। কুশল মেন্ডিসকে ৯৩ রানে আউট করেন সাকিব আল হাসান। সঙ্গীর অভাবে কামিন্দু মেন্ডিস অপরাজিত থাকেন ৯২ রানে। এছাড়া দিমুথ করুনারত্নেও ১২৯ বলে ৮৬ রান করে আউট হয়ে যান। বাকি তিন ফিফটি আসে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (৭০), দিনেশ চান্ডিমাল (৫৯) এবং নিশান মাদুশকার (৫৭) ব্যাট থেকে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
মন্তব্য করুন: