‘দেড় বছর ধরে স্বপ্ন দেখেছি, ফের এক হাতে ছক্কা মারব’

১ এপ্রিল ২০২৪

‘দেড় বছর ধরে স্বপ্ন দেখেছি, ফের এক হাতে ছক্কা মারব’

দুর্দান্ত গতিতে ছুটতে থাকা ক্যারিয়ারে হঠাৎ মারাত্মক ছন্দপতন। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে যেতে হলো রিশাভ পান্তাকে। শরীরে হলো একাধিক অস্ত্রোপচার। অনেকেই সংশয়ে ছিলেন, এই তরুণ আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা। সব শঙ্কা দূর করে আইপিএল দিয়ে মাঠে ফিরলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। রোববার রাতে দিল্লি ক্যাপিটলাসের জয়ের পর পান্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।

মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে ৩২ বলে ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন পান্ত। পান্তের। ৯০৩ দিন পরে আইপিএলে ফিফটি করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। গত দেড় বছর বিছানায় শুয়ে, ক্রাচ হাতে হাঁটতে হাঁটতে তিনি এই দিনটার স্বপ্নই দেখেছেন। আবারও মাঠে ফিরে দলকে জেতাবেন। এক হাতে হাঁকাবেন ছক্কা। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমানকে মিড উইকেটের ওপর দিয়ে এক হাতে উড়িয়ে সেই স্বপ্নও পূরণ করে ফেললেন তিনি।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি পান্ত, “দেড় বছর অপেক্ষা করেছি। স্বপ্ন দেখেছি আবারও এক হাতে ছক্কা মারার। আমি পেরেছি! দীর্ঘদিন না খেলায় শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।”

চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি তুলেছিল ১৯১ রান। পান্ত নিজে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ২০ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি।

মন্তব্য করুন: