৪২ বছর বয়সে ধোনির অনন্য কীর্তি
১ এপ্রিল ২০২৪
হয়তো এটাই তার শেষ আইপিএল। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে দেখা যাবে না। সেই মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছলেন দারুণ এক মাইলফলকে। প্রথম উইকেটকিপার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে ৩০০ ডিসমিসালের মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।
আইপিএলে গত রোববার চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে ৪২ বছর বয়সী ধোনি এই রেকর্ড গড়েন। দিল্লির ইনিংসের একাদশ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ওপেনার পৃথ্বী শর ক্যাচ নিয়ে ৩০০ ডিসমিসাল পূর্ণ করেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। তার ৩০০ ডিসমিসালের মধ্যে ক্যাচ ২১৩টি, স্টাম্পিং ৮৭টি।
এই তালিকায় ধোনির পরে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দিনেশ কার্তিক ও কামরান আকমল, দুজনেরই ডিসমিসাল ২৭৪টি করে। ২৭০ ডিসমিসাল নিয়ে তাদের পরে আছেন কুইন্টন ডি কক। তৃতীয় স্থানে থাকা জস বাটলারের ডিসমিসাল ২০৯টি।
দিল্লির বিপক্ষে ম্যাচটিতে ব্যাট হাতেও বিস্ফোরক মেজাজে ছিলেন ধোনি। আট নম্বরে নেমে খেলেন ১৬ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় খেলেন ৩৭ রানের অপরাজিত ইনিংস। চলতি আসরে রোববারই তিনি প্রথম ব্যাটিং করেছেন।
মন্তব্য করুন: