টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন বেন স্টোকস
২ এপ্রিল ২০২৪
ইংল্যান্ডের দুটি বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। বিবৃতিতে স্টোকস বলেছেন, চোট সারিয়ে পরিপূর্ণ অল-রাউন্ডার সত্তা ফিরে পেতেই তার এই সিদ্ধান্ত। তাই স্টোকসকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইসিবির বিবৃতিতে স্টোকস বলেছেন, “নিজেকে একজন পরিপূর্ণ অল-রাউন্ডার হিসেবে ফিরে পেতে আমি আইপিএল এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোলিংয়ের জন্য পরিপূর্ণ ফিটনেস ফিরে পেতে এই মুহূর্তে আমি কঠোর পরিশ্রম করছি। পরিপূর্ণ একজন অল-রাউন্ডার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই আমি নিজের সেরাটা দিয়ে অবদান রাখতে চাই।”
ইংল্যান্ডের ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল স্টোকসের। পাকিস্তানের বিপক্ষে উইনিং রানও এসেছিল তার ব্যাট থেকে। এর আগে দুর্দান্ত পারফর্ম্যান্সে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। সেই স্টোক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফিরলেও পুরো ইংল্যান্ড দলের পারফর্ম্যান্সই ছিল জঘন্য। ওই আসরে খেলার জন্য তিনি হাঁটুর সার্জারি পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন।
এরপর ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে বাজেভাবে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই স্মৃতিচারণ করে স্টোকস বলেন, “ভারতে সাম্প্রতিক টেস্ট সিরিজ খেলতে গিয়ে আমি বুঝতে পারি, হাঁটুর সার্জারি এবং নয় মাস বোলিং না করে আমি কতটা পিছিয়ে পড়েছি। এই মুহূর্তে আমি টেস্ট সামার শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার অপেক্ষায় আছি। আগামী বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আমি জস (বাটলার), মটি (ম্যাথু মট) এবং সকল সতীর্থদের শুভকামনা জানাই।”
মন্তব্য করুন: