‘অবাধ্য’ কিশানকে শাস্তি দিল মুম্বাই ইন্ডিয়ান্স

৩ এপ্রিল ২০২৪

‘অবাধ্য’ কিশানকে শাস্তি দিল মুম্বাই ইন্ডিয়ান্স

বোর্ডের নির্দেশ না মানায় ভারতের জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ পড়েছেন ঈশান কিশান। এবার আইপিএল খেলতে গিয়ে তিনি দলের নির্দেশনা অমান্য করে শাস্তি পেলেন। তবে জরিমানা কিংবা বাদ পড়া নয়, সেই শাস্তিতে বেশ মজাই পেয়েছেন ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।

মুম্বাই ইন্ডিয়ান্সের টিম মিটিংয়ে দেরি করে গিয়েছিলেন ইশানসহ চার ক্রিকেটার। বাকি তিন জন হলেন- কুমার কার্তিকেয়, শামস মুলানি ও নুয়ান তুশারা। টিম মিটিং শেষে মুম্বাইয়ের ক্রিকেটাররা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। তখন শাস্তি হিসেবে ইশানসহ চারজনকে সুপারম্যানের মতো পোশাক পরতে হয়। যাতে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের লোগো।

এমন অদ্ভুত পোশাক পরে বাইরে গিয়ে অবশ্য মজাই করেছেন ইশানরা। তাদের দেখে আবার বাকিরাও মজা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে ইশানের সতীর্থ নমন ধীরকে বলতে শোনা যায়, শাস্তির ভয়েই তিনি কখনো টিম মিটিংয়ে দেরি করে যান না। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও ২০১৮ সালে টিম মিটিংয়ে দেরিতে গিয়ে সাজা পেতে হয়েছিল ইশানকে।

চলতি আইপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া পড়েছেন আরেক বিপদে। মাঠে নামলেই দর্শকরা তাকে দুয়ো দেন। সব মিলিয়ে মুম্বাইয়ের দলীয় আবহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

মন্তব্য করুন: