মেসিহীন মায়ামির আরও একটি হার

৪ এপ্রিল ২০২৪

মেসিহীন মায়ামির আরও একটি হার

চোটের কারণে গত মাসের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। কথা ছিল চোট কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে দলের সবচেয়ে বড় তারকা এখনও পুরোপুরি সেরে না ওঠায় ছিলেন গ্যালারিতে। আর মাঠে তার অনুপস্থিতিতে আরেকটি ম্যাচে হারের মুখ দেখেছে মায়ামি।

বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকান ক্লাব মন্টেররেইয়ের কাছে ২-১ গোলে হারে মায়ামি। ঘরের মাঠে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই লিড আর ধরে রাখতে পারেনি জেরার্দো মার্তিনোর দল। ৬৯তম মিনিটে ম্যাচে সমতায় ফেরার পর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মেসির স্বদেশি মিডফিল্ডার হোর্হে রদ্রিগেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকোর দলটি।  

গত ১৩ মার্চ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মেসি। সেই ম্যাচে গোল করে দলকে শেষ আটে তুলতে ভূমিকা রাখেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তখন থেকে মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির সবশেষ তিনটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচেও।

মেসির মাঠে ফেরার বিষয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্টেররেইয়ের বিপক্ষে ফিরতে লেগ দিয়ে তিনি আবারও মাঠে ফিরতে পারেন। কিন্তু প্রথম লেগে হারের পর সংবাদ সম্মেলনে মায়ামি কোচ মার্তিনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

আগেই বলা হয়েছে, মেসির পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। আজ তাকে খেলানোটা ঝুঁকি হয়ে যেত। সে পুরোপুরি প্রস্তুত নয়, আর এটা দেখা যেতে পারে কলোরোডো মন্টেররেইয়ের বিপক্ষে পরের দুটি ম্যাচেও।

গত বছর জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসিকে ছাড়া পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে মায়ামি। শেষ চার ম্যাচে হেরেছে দুটিতে এবং একটি ম্যাচ ড্র করে তারা।

মন্তব্য করুন: