৭৭ রানে হেরে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশড বাংলাদেশের মেয়েরা

৪ এপ্রিল ২০২৪

৭৭ রানে হেরে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশড বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টি সিরিজেও ব্যাটারদের ব্যর্থতায় ধবলধোলাই হয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে অল-আউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭৭ রানে। তবে পরাজয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু দশম উইকেটে ফারিহা তৃষ্ণাকে নিয়ে অধিনায়ক জ্যোতির রেকর্ড ২৫ রানের জুটিতে তা আর হয়নি। এর আগে এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটিটি ছিল ১৭ রানের। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৬ জন ব্যাটারই ফেরেন এক অঙ্কের ঘরে। যাদের মধ্যে ৩ জন করেন ১ রান এবং বাকি ৩ জন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ফারিহা অপরাজিত থাকেন ২ রান করে। ওপেনার দিলারা আক্তার ১২, রিতু মনি ১০, ফাহিমা খাতুন ১১ ও অধিনায়ক জ্যোতি করেন দলীয় সর্বোচ্চ ৩১ বলে ৫ চারে ৩২ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি। ১০ রান করা মুনিকে ফিরিয়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফা খাতুন। তবে অপর প্রান্তে স্বাগতিকদের ওপর ঝড় চালাতে থাকেন হিলি। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রান করা অজি অধিনায়ককে থামান নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার অভিজ্ঞ এলিস পেরি (৮) ও অ্যাশলি গার্ডনারকেও (১৬) দ্রুত সাজঘরের পথ দেখান। শেষ দিকে তালিয়া মেগ্রার ঝড়ো ৪৩ ও গ্রেইস হ্যারিসের ১৯ রানের ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা। নাহিদার শিকার ৩ উইকেট।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: