২৪ লাখ রুপি জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞার শঙ্কায় পান্ত

৪ এপ্রিল ২০২৪

২৪ লাখ রুপি জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞার শঙ্কায় পান্ত

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের বিশাল ব্যবধানের হারের পর শাস্তির মুখোমুখি হতে হয়েছে রিশাভ পান্তকে। মন্থর ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি বড় অঙ্কের জরিমানা করা হয়েছে দিল্লি অধিনায়ককে। একই সঙ্গে একাদশের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

বুধবার বিশাখাপত্তনমে কলকাতার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারায় এই শাস্তির মুখোমুখি হচ্ছে পুরো দল। এছাড়াও ম্যাচের শেষ দুই ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় দিল্লিকে। সেই সুযোগে শেষ দুই ওভারে দলের খাতায় ৩৩ রান যোগ করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান করে কলকাতা। জবাবে পান্ত ও ট্রিস্টান্স স্টাবসের ফিফটি করলেও ১৬ বল আগে ১৬৬ রানে অল আউট হয়ে দিল্লি। আর ম্যাচ হারে ১০৬ রানে।

চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেলেন পান্ত। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে একই কারণে এই উইকেটরক্ষক-ব্যাটারকে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়।

আইপিএলের নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে চলতি আসরে তৃতীয়বারের মতো এমনটা হলে ৩০ লাখ রুপির জরিমানা করা হবে পান্তকে। সঙ্গে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হবেন তিনি। এছাড়াও ইমপেক্ট বদলিসহ একাদশের বাকিদের ম্যাচ ফির ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি জরিমানা করা হবে।

মন্তব্য করুন: