আইপিএলের ১৬ ম্যাচে ৪১টি ক্যাচ মিস

৫ এপ্রিল ২০২৪

আইপিএলের ১৬ ম্যাচে ৪১টি ক্যাচ মিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বইছে রানের বন্যা। প্রায়ই বিশাল সব স্কোর দেখা যাচ্ছে। একইসঙ্গে দেখা যাচ্ছে ক্যাচ মিসের মহড়া। ক্রিকেটে প্রচলিত কথা হলো- ক্যাচ মিস তো ম্যাচ মিস। এবারের আইপিএলে যেমন দুর্দান্ত কিছু ক্যাচ নিতে দেখা গেছে, তেমনই ক্যাচ হাতছাড়া করার সংখ্যাটাও কম নয়। এখন পর্যন্ত ১৬ ম্যাচে মোট ৪১টি ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা! গড়ে প্রতি ম্যাচে ক্যাচ পড়েছে দুইটিরও বেশি।

ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, এত বেশি ক্যাচ মিস করা ফিল্ডারদের জন্য মোটেও ভালো কোনো বিজ্ঞাপন নয়। এর মাঝে সব ক্যাচ কঠিন ছিল না, অনেক সহজ ক্যাচও ফেলেছেন ফিল্ডাররা। ক্যাচ মিসের তালিকায় ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসি, শ্রেয়স আয়ার, সুনিল নারাইনের মতো তারকাদের নামও জড়িয়েছে, যার খেসারত দিতে হচ্ছে দলগুলোকে। যেমন লখনৌয়ের বিপক্ষে ডু প্লেসিস আর ম্যাক্সওয়েলের ক্যাচ মিসে হেরে যায় বেঙ্গালুরু।

আইপিএলের প্রতিটি দলেই ফিল্ডিং কোচ আছে। তাদের মাঝে আছে জন্টি রোডসের মতো কিংবন্তির নাম। বাকি নয় দলের ফিল্ডিং কোচ হলেন- জেমস পামেন্ট (মুম্বাই ইন্ডিয়ান্স), রাজীব কুমার (চেন্নাই সুপার কিংস), রায়ান কুক (সানরাইজার্স হায়দরাবাদ), রায়ান টেন (কলকাতা নাইট রাইডার্স), দিশান্ত যাজ্ঞিক (রাজস্থান রয়্যালস), মালোলান রঙ্গরাজন (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মিথুন মানহাস (গুজরাত টাইটান্স), বিজু জর্জ (দিল্লি ক্যাপিটালস) ও ট্রেভর গনসালভেস (পঞ্জাব কিংস)।

প্রশ্ন উঠতেই পারে, এত নামী দামী কোচ থাকার পরও কেন এমন হচ্ছে? দলগুলো কি ব্যাটিং বা বোলিংয়ে যেভাবে গুরুত্ব দিচ্ছে, সেভাবে ফিল্ডিংয়ে গুরুত্ব দিচ্ছে না? ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার বলেছেন, এখন ফিল্ডাররা ক্যাচ ধরার নিয়ম মানে না। বেশিরভাগ ফিল্ডার রিভার্স হ্যান্ডে (হাত উপরের দিকে রেখে) ক্যাচ ধরতে চায়। কিন্তু ভারতের মাটিতে এভাবে ক্যাচ ধরলে হবে না। হাত বলের নীচে রাখতে হবে। নাহলে ক্যাচ মিস হবেই। সব ফিল্ডিং কোচের উচিত ক্রিকেটারদের বিষয়টা বোঝানো।

ভারতের আরেক সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী মনে করেন, ম্যাচের চাপের কারণে ফিল্ডাররা ভুল করছেন। তাই শুধু টেকনিককে দায়ী করে লাভ নেই। শাস্ত্রীর ভাষায়, কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ক্যাচ ধরা সহজ কাজ নয়। যে ফিল্ডার মাথা ঠাণ্ডা রাখতে পারবে, সে ক্যাচ ধরতে পারবে। এবার অনেকেই হয়তো ম্যাচের চাপে ভুল করে ফেলছে।

এদিকে সাবেক ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায় ক্যাচ মিসের জন্য দায়ী করছেন ফ্লাডলাইটকেও, যেসব ভেন্যুতে খেলা হচ্ছে, সেখানে ফ্লাডলাইটের উচ্চতা এবং অ্যাঙ্গলের ওপর অনেক কিছু নির্ভর করে। যেমন, মোহালিতে ফ্লাডলাইট অনেক নীচে। সেখানে তাই ক্যাচ ধরতে অসুবিধা হয়। বল যখন অনেক উপরে ওঠে তখন কিছুক্ষণের জন্য দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এটাও ক্যাচ মিসের অন্যতম কারণ। শুধু খারাপ ফিল্ডিংয়ের জন্য ক্যাচ মিস হয় না। প্রতিটি দলই ফিল্ডিংকে ব্যাপক গুরুত্ব দেয়।

মন্তব্য করুন: