ধোনির তাণ্ডব থেকে বাঁচতেই জাদেজাকে বাঁচালেন কামিন্স?

৬ এপ্রিল ২০২৪

ধোনির তাণ্ডব থেকে বাঁচতেই জাদেজাকে বাঁচালেন কামিন্স?

শনিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে রবীন্দ্র জাদেজাকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট করার সুযোগ পেলেও তা করেননি প্যাট কামিন্স। তবে হায়দরাবাদ অধিনায়কের এই সিদ্ধান্তকে ভদ্রতা নয় বরং জয়ের কৌশল হিসেবে দেখছেন মোহাম্মদ কাইফ। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, রান করতে না পারা জাদেজাকে আউট করে মহেন্দ্র সিং ধোনিকে ক্রিজে না আনতেই এমনটা করেছেন কামিন্স।

ঘটনাটি ঘটে চেন্নাই ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমারের করা ইয়র্কারটি দারুণভাবে ঠেকিয়ে দেন জাদেজা। এই সময় ব্যাটার ক্রিজের বাইরে চলে আসায় স্ট্যাম্প বরাবর থ্রো করেন ভুবনেশ্বর। তবে তা জাদেজার গায়ে লেগে অন্যদিকে চলে যায়। এমন সময় উইকেটরক্ষক হাইনরিখ ক্লাসেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন করতে চাইলেও তাতে সায় দেননি কামিন্স।  

১৪তম ওভারে ব্যাটিংয়ে নামা জাদেজার রান তুলতে বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ২৩ বলে ৪ চারে ৩১ রানে অপরাজিত থেকে বাঁহাতি এই ব্যাটার চেন্নাইকে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ এনে দেন। জবাবে অভিষেক শর্মা ও এইডেন মারক্রামের ঝড়ো ইনিংসে ১১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামিন্সের আবেদন না করার বিষয়ে প্রশ্ন তোলেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। হায়দরাবাদ অধিনায়কের কাছে জানতে চান আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ক্ষেত্রে এমনটা হলে তিনি আউটের আবেদন করতেন কি না?

প্যাট কামিন্স জাদেজার বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন তুলে নেওয়ার ব্যাপারে দুটি প্রশ্ন। এটা কি ছন্দে না থাকা জাদেজাকে উইকেটে রেখে দেওয়া এবং ধোনিকে নামতে না দেওয়ার কৌশল ছিল? টি-টুয়েন্টি বিশ্বকাপে যদি এটা বিরাট কোহলি হতো, তাহলেও কি সে এটা করবে?”

তবে ভারতের সাবেক এই ক্রিকেটার টি-টুয়েন্টি বিশ্বকাপে এমন কিছু ঘটলে কামিন্স কী করতেন জানতে চাইলেও সেখানে অস্ট্রেলিয়ার এই পেসার তেমন কিছুই করতে পারবেন না। কেননা, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব থাকবে মিচেল মার্শের কাছে, যা আগেই নিশ্চিত করেছেন দেশটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।  

মন্তব্য করুন: