‘ভুল করে’ কেনা ক্রিকেটারের ব্যাটে দলের জয়, উচ্ছসিত প্রীতি জিনতা
৬ এপ্রিল ২০২৪
আইপিএলের নিলামে অখ্যাত এই ক্রিকেটারকে কিনতেই চায়নি পাঞ্জাব কিংস। অনেকটা বাধ্য হয়েই তারা শেষ পর্যন্ত শশাঙ্ক সিংকে দলে নেয়। সেই শশাংকই গত বৃহস্পতিবার ২৯ বলে ৬১ রানের ঝড়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে দলকে জয় এনে দেন। এমন ঘটনায় পাঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছাস প্রকাশ করেছেন।
এবারের আইপিএলের নিলামের শেষদিকে দলগুলিকে জানানো হয়, তারা নিতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিতে। তাদেরাকে নিলামে তোলা হবে। সেই রাউন্ডে শশাঙ্ক সিংয়ের নাম ডাকেন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর। ন্যূনতম মূল্য ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব। কিন্তু পরেক্ষণেই হঠাৎ পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিন্তা আর নেস ওয়াদিয়া জানান, তারা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন।
পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে নিতে বললেও নিলাম কর্তৃপক্ষ জানায়, একবার দলে নেওয়ার পর আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। এ পর্যায়ে শশাঙ্ককে পুনরায় নিলামে তোলার আবেদন জানায় পাঞ্জাব। কিন্তু আইপিএলের নিলামে এমন কোনো নিয়ম না থাকায় সেই আবেদনও খারিজ হয়। তাই অনেকটা বাধ্য হয়েই শশাঙ্ককে দলে নেয় পাঞ্জাব। অবশ্য তার কয়েক ঘণ্টা পরেই পাঞ্জাব টুইটারে দাবি করে, তারা শশাঙ্ককেই কিনতে চেয়েছিল!
এবার শশাঙ্কের ব্যাটে পাঞ্জাবের জয় আসার পর টুইটারে প্রীতি লিখেন, “নিলাম নিয়ে কিছু বলার জন্য এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। অনেকে ওই পরিস্থিতিতে থাকলে নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলত। কিন্তু শশাঙ্ক বাকিদের মতো নয়। শুধু দক্ষতার জন্য নয়, মানসিকতার জন্যও তার আলাদা করে প্রশংসা করতে হয়। শশাঙ্ক নিজের ওপর ভরসা রেখেছে। ওকে স্যালুট। আশা করছি আরও অনেকে শশাঙ্ককে দেখে শিখবে। জীবনের সবকিছু মসৃণভাবে হয় না। কিন্তু সব পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। শশাঙ্ক জীবনের খেলাতেও ম্যাচের সেরা।”
মন্তব্য করুন: