রিশাভ পান্তকে এখনই বিশ্বকাপ দলে দেখছেন না সৌরভ
৬ এপ্রিল ২০২৪
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ফের মাঠে ফিরেছেন রিশাভ পান্ত। খেলছেন আইপিএলে। টি-টুয়েন্টি বিশ্বকাপ আসতে বেশি দেরি নেই। এরই মধ্যে দল গঠন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনায় বেশ ভালোভাবেই আছেন পান্ত। তবে এখনই পান্তকে বিশ্বকাপ দলে দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি আরেকটু সময় নিতে চান।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে রিশাভ পান্ত করেছেন ১৫২ রান। দুটি পঞ্চাশোর্ধ ইনিংসও আছে। তবু টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাওয়ার মতো এখনও কিছু করতে পারেননি বলে মনে করছেন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে দিল্লি অধিনায়ক পান্তকে নিয়ে সৌরভ বলেছেন, “রিশাভ সম্পূর্ণ ফিট। ভালো ফর্মেও আছে। ব্যাটিং এবং উইকেটকিপিং দুটোতেই বেশ ভালো করছে। তবে ওকে আরও কয়েকটা ম্যাচ খেলাতে হবে। জাতীয় নির্বাচকেরা চাইলে রিশাভ বিশ্বকাপের দলে থাকতেই পারে। তবে আরও অন্তত এক সপ্তাহ দেখার পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”
গাড়ি দুর্ঘটনার পর পান্ত যেভাবে ক্রিকেট মাঠে ফিরে এসেছেন, তাতে উচ্ছ্বসিত সৌরভ। তিনি দলের অধিনায়ককে নিয়ে আশাবাদী। তবে বিশ্বকাপের দলে থাকার জন্য মাত্র চারটি ম্যাচের পারফরম্যান্স দেখে বিচার করা ঠিক হবে না বলেই তার মত। চলতি আইপিএলে পান্তকে এর চেয়ে বেশি কিছু প্রমাণ করতে হবে বলে তার মত।
মন্তব্য করুন: