আইপিএলে ‘কিং’ কোহলির দুর্দান্ত সেঞ্চুরি

৬ এপ্রিল ২০২৪

আইপিএলে ‘কিং’ কোহলির দুর্দান্ত সেঞ্চুরি

কিছুদিন আগেই কিং সম্বোধন করতে বারণ করেছিলেন বিরাট কোহলি। এবার ব্যাট হাতে বাইশ গজে দেখিয়ে দিলেন তিনিই ক্রিকেটের কিং। গত সপ্তাহে সেঞ্চুরির কাছে গিয়েও ৮৩ রানে অপরাজিত ছিলেন। তার টি-টুয়েন্টি সামর্থ্য নিয়ে যে বিতর্ক ছিল, এবার সেঞ্চুরি হাঁকিয়ে সব থামিয়ে দিলেন বিরাট কোহলি।

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিংয়ে নেমে কোহলি হাফ-সেঞ্চুরি পূরণ করেছেন বেশ ধীরেসুস্থেই। ৩৯ বল লেগেছে প্রথম পঞ্চাশ পেতে। এরপরই বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। ৯ চার এবং ৪ ছক্কায় পরের পঞ্চাশ পূরণে সময় নেন ২৮ বল। ইনিংস শেষে কোহলি অপরাজিত থাকেন ৭২ বলে ১১৩ রানে। বাউন্ডারির তালিকায় যোগ হয় আরও ৩টি চার।

আইপিএলে কোহলির এটা ৮ম সেঞ্চুরি। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে মন্থরতম। ৬৭ বলে তিন অংক ছুঁয়ে কোহলির সঙ্গী মনিশ পান্ডে। এর কারণটাও বেশ যৌক্তিক। বেঙ্গালুরু ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান তোলার পর কোহলি ডাগ-আউটে বলেছেন, বাইরে থেকে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ মনে হলেও আসলে খুবই সতর্ক হয়ে খেলতে হয়েছে। তাই এই সংগ্রহই দলের জয়ের জন্য যথেষ্ট।

মন্তব্য করুন: