সমর্থকদের বিরূপ আচরণে সৌরভকে পাশে পেলেন পান্ডিয়া

৭ এপ্রিল ২০২৪

সমর্থকদের বিরূপ আচরণে সৌরভকে পাশে পেলেন পান্ডিয়া

আইপিএলের চলতি মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নেওয়ার পর থেকে দলকে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতাতে পারেননি এই অল-রাউন্ডার। এছাড়াও প্রত্যেক ম্যাচেই সমর্থকদের কাছে তাকে শুনতে হচ্ছে দুয়োধ্বনিও। আর দর্শকদের এরকম বিরূপ আচরণে পান্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি এই অল-রাউন্ডারকে অধিনায়ক বানিয়েছে, এখানে তার দোষের কিছু নেই।

এবারের আসর শুরুর আগে বেশ নাটকীয়ভাবে মোটা অঙ্কের পারিশ্রমিকে গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বাইয়ে পাড়ি জমান পান্ডিয়া। এরপরই মুম্বাইকে পাঁচটি আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে এই অল-রাউন্ডারকে দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি ভারতের ক্রিকেট সমর্থকের অনেকেই মোটেও ভালোভাবে নেয়নি, যা আসর শুরু হলে আরও প্রকট আকার ধারণ করে।

আহমেদাবাদে মুম্বাইয়ের প্রথম ম্যাচে দর্শকদের দুয়োর শিকার হন পান্ডিয়া। সে সময় অনেকেই ভেবেছিলেন অধিনায়ক হিসেবে গুজরাটকে ২০২২ মৌসুমের শিরোপা জেতানো এই ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেওয়ায় দর্শকরা তার উপর ক্ষুব্ধ হয়ে দুয়োধ্বনি দিয়েছে। কিন্তু হায়দরাবাদে পরের ম্যাচে আবারও একই ঘটনার মুখোমুখি হয়ে হয় পান্ডিয়াকে।

এরপর ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিষয়টি আরও ব্যাপক আকার ধারণ করে। সঙ্গে প্রথম তিন ম্যাচে দলের হার এবং মাঠে পান্ডিয়ার কিছু কর্মকাণ্ড মুম্বাই অধিনায়কের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।  

রোববার নিজেদের চতুর্থ ম্যাচে ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হবে মুম্বাই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সাবেক এই অধিনায়ক সৌরভ জানান, অধিনায়কত্বের পালাবদলের বিষয়টি সবার বোঝা উচিত। এই কারণে পান্ডিয়াকে দুয়োধ্বনি দেওয়াও ঠিক নয় বলে মত দেন তিনি।

আমার মনে হয় না তাদের (সমর্থক) হার্দিক পান্ডিয়াকে দুয়ো দেওয়া উচিত। এটা ঠিক নয়। ফ্র্যাঞ্চাইজি ওকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। খেলায় সর্বত্র এটাই হয়ে থাকে।”

রোহিত শর্মা অন্য ধাঁচের। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে ওর পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজি ও ভারতের হয়ে অন্য পর্যায়ের। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে, এটা তো তার দোষ নয়। আমার মনে হয় আমাদের সকলের তা বোঝা উচিত।”

মন্তব্য করুন: