`মন্থরতম সেঞ্চুরি করায় কোহলিকে অভিনন্দন`
৭ এপ্রিল ২০২৪
আইপিএল ক্যারিয়ারের আট নম্বর সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি, অথচ দলের সবার মন খারাপ। শোনা যাচ্ছে নানা কটুক্তি। কারণ কোহলির সেঞ্চুরির ম্যাচে ১৮৩ রান তুলেও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে। তাছাড়া কোহলির সেঞ্চুরিটি আইপিএলের মন্থরতম সেঞ্চুরির তকমা পেয়েছে। তাই এই হারের দায় কোহলির ওপরেই চাপাচ্ছেন বেঙ্গালুরুর সমর্থকেরা!
জয়পুরে গত শনিবার চলতি আসরের প্রথম সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। তবে তিনি সেঞ্চুরি পূর্ণ করতে নিয়েছেন ৬৭ বল, যা আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে মন্থরতম। এর আগে ২০০৮ সালে আইপিএলে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মনিশ পান্ডে। শনিবার কোহলির ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৫৬.৯৪। টি-টুয়েন্টিতে এই স্ট্রাইক রেটকে খারাপ বলার সুযোগই নেই। তবু কোহলিকেই দায়ী করা হচ্ছে!
বেঙ্গালুরুর হারের অন্যতম প্রধান কারণ জশ বাটলারের আগ্রাসী সেঞ্চুরি। রাজস্থানের ইংলিশ তারকা সেঞ্চুরি করেছেন ৫৮ বলে। মেরেছেন ৯টি চার এবং ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ১৭২.৪১। ম্যাচ শেষে কোহলির ইনিংসকে বিদ্রুপ করে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের ছবি পোস্ট করে লেখা হয়েছে, “যেদিন দুইশর বেশি রান হওয়া সম্ভব, সেদিন ১৮৪ রানের টার্গেট বেশ ভালো।”
কোহলিকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা মেরেছেন পাকিস্তানের পেসার জুনাইদ খান। তিনি রাখঢাক না করেই লিখেছেন, “আইপিএলের ইতিহাসে মন্থরতম সেঞ্চুরি করার জন্য বিরাট কোহলিকে অভিনন্দন।”
সেঞ্চুরির পর কোহলি অবশ্য বলেছিলেন, উইকেট খুব একটা সহজ ছিল না। কিন্তু বাটলারের তাণ্ডবের সামনে তার সেই যুক্তি খাটছে না। জয় দিয়ে আইপিএল শুরু করা বেঙ্গালুরু টানা তিন ম্যাচ হেরে এখন বেশ চাপে আছে। তার চেয়েও বড় ব্যাপার হলো, তৃতীয় হারের জন্য প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে কোহলিকেই!
মন্তব্য করুন: