ক্রাচে ভর করে কঠিন পথে যাত্রা শুরু মোহাম্মদ শামির
৭ এপ্রিল ২০২৪
ভারতের মাটিতে চলছে আইপিএল। গুজরাট টাইটান্সের জার্সি গায়ে বাইশ গজে ঝড় তোলার কথা ছিল পেস তারকা মোহাম্মদ শামির। কিন্তু তিনি লড়ছেন চোটের সঙ্গে। পায়ে অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ হওয়ার লড়াইয়ে নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দিয়ে যাচ্ছেন নিজের স্বাস্থ্যের হালনাগাদ তথ্য।
সম্প্রতি শামি তার সোশ্যাল অ্যাকাউন্টে ক্রাচ হাতে হাঁটার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আবার সঠিক পথে ফিরে এসেছি। সাফল্যের জন্য ক্ষুধার্ত। রাস্তা কঠিন হতে পারে, কিন্তু গন্তব্যের জন্য এটুকু কষ্ট করাই যায়।”
গত ওয়ানডে বিশ্বকাপে তিন ম্যাচ কম খেলেও সর্বোচ্চ ২৬ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপের পর জানা যায়, তিনি গোঁড়ালির চোট নিয়েই পারফর্ম করেছেন। এরপর থেকে তাকে আর বাইশ গজে দেখা যায়নি। গত ফেব্রুয়ারি মাসে লন্ডনে তার পায়ে অস্ত্রোপচার হয়। সম্প্রতি দেশে ফিরলেও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এই গতি তারকা। ক্রাচের সাহায্য নিতে হচ্ছে।
আইপিএলের সর্বশেষ আসরেও শামি সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন। তাকে ছাড়াই এবার খেলতে হচ্ছে গুজরাট টাইটান্সকে। সম্প্রতি শামিকে নিয়ে গুজরাটের পেসার মোহিত শর্মা বলেছেন, “যেকোনো দলই শামিকে মিস করবে। তার অভাব অন্য কাউকে দিয়ে ঘুচানো যাবে না। কিন্তু ইনজুরি তো কারও নিয়ন্ত্রণে নেই। তাই এটাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে।”
মন্তব্য করুন: