আইপিএলে কবে ফিরবেন ১৫৭ কি.মি. গতিতে বল করা মায়াঙ্ক?

৮ এপ্রিল ২০২৪

আইপিএলে কবে ফিরবেন ১৫৭ কি.মি. গতিতে বল করা মায়াঙ্ক?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ১৫৭ কিলোমিটার গতিতে বল করে হইচই ফেলে দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করেই তিনি মাঠ ছাড়েন। মায়াঙ্কের চোটের সর্বশেষ অবস্থা এবং তার ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন তার সতীর্থ ক্রুনাল পান্ডিয়া।

আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে লখনৌ। ওই ম্যাচে মায়াঙ্কের ফেরা হবে কিনা সে বিষয়ে ক্রুনাল বলেন, আমি জানি না মায়াঙ্ক ঠিক কী ধরনের চোট পেয়েছে। তবে দেখে মনে হয়নি যে চোট খুব গুরুতর। আমার মনে হয় পরের ম্যাচগুলোতে সে খেলতে পারবে। এটা আমাদের জন্য ভালো খবর।

২১ বছর বয়সী মায়াঙ্ককে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে উল্লেখ করে ক্রুনাল আরও বলেন, আগের মৌসুমে মায়াঙ্ক আমাদের অনুশীলনে ভালো বোলিং করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে আক্রান্ত হয়। মায়াঙ্ক যথেষ্ট আত্মবিশ্বাসী ছেলে। খেলাটাও বেশ ভালো বোঝে। ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল।

মন্তব্য করুন: