বিশ্বকাপে জায়গা পেতে রাহুলকে মিডল-অর্ডারে খেলার পরামর্শ রাইডুর

৮ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে জায়গা পেতে রাহুলকে মিডল-অর্ডারে খেলার পরামর্শ রাইডুর

চলতি মৌসুমে আইপিএলে শুরুটা খুব একটা ভালো হয়নি লোকেশ রাহুলের। নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রান করলেও এরপর থেকে রান খরায় ভুগছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। সঙ্গে যোগ হয়েছে ধীরগতিতে রান তোলার প্রবণতা। এমন চলতে থাকলে ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলেও রাহুলের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু।

রাহুলের অফ-ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্ণৌর জন্য। শুরুর দিকে দ্রুত রান না তুলতে পেরে শেষ দিকে দলকেও কিছু চাপের মধ্যে রাখছেন। তাই লক্ষ্ণৌর অধিনায়ককে মিডল-অর্ডারে খেলার পরামর্শ দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সাবেক এই ব্যাটার রাইডু।

রাহুলকে ফর্মে ফিরতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি সেটা হবে। ওর তিন বা চার নম্বরে ব্যাট করা উচিত। ভারতীয় দলে ওপেনার প্রচুর। ও নীচে খেলে রান পেলে টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ তৈরি করতে পারে। লক্ষ্ণৌয়েরও ভাল হবে। রাহুল যদি মিডল ওভারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত থেকে যায়, তাহলে বড় রান করতে পারে। ভারতীয় দলেরও এমন এক জনকে প্রয়োজন।

রাইডুর পরামর্শে যে ভুল কিছু নেই তা ভারতের টি-টুয়েন্টি দলের দিকে তাকালেই বোঝা যাবে। দলে ওপেন করার জন্য রোহিত শর্মার সঙ্গে আছেন শুবমান গিল ও যশস্বী জয়সওয়ালের মতো আক্রমণাত্মক ব্যাটাররা। এমনকি বিরাট কোহলিও টি-টুয়েন্টিতে ওপেন করতে পারেন, যা তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিতই করে আসছেন।

এখন পর্যন্ত আইপিএলে চারবার ছয়শ’র বেশি রান করেছেন রাহুল। প্রত্যেকবারই তিনি ওপেনার হিসেবে খেলেছেন। তবে এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচে সাড়ে ৩১ গড় এবং ১২৮ দশমিক ৫৭ স্ট্রাইক-রেটে রান করেছেন ১২৬।

মন্তব্য করুন: