ফিক্সিং রোধে ‘আইন না থাকায়’ ছাড়া পেয়েছে শ্রীশান্ত
৮ এপ্রিল ২০২৪
২০১৩ সালের আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারত জুড়ে তোলপাড় হয়েছিল। সে সময় মূল অভিযুক্ত হিসেবে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এই তালিকায় ছিলেন ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী পেসার শ্রীশান্তও। তবে ২০১৯ সালে দেশটির সুপ্রিম কোর্টে শাস্তি কমানোর আবেদন করে আবারও ঘরোয়া ক্রিকেটে ফেরেন ডানহাতি এই পেসার।
তবে দিল্লি পুলিশের সাবেক কমিশনার নীরাজ কুমারের মতে, শ্রীশান্তের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের যথেষ্ট প্রমাণ থাকার পরেও ভারতে এই বিষয়ে শক্তিশালী কোনো আইন থাকায় তিনি ছাড়া পেয়েছেন। দেশটির ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধে কড়াকড়ি আইন না থাকাকেও ফিক্সিং বন্ধ না হওয়ার কারণ হিসেবে দেখেন ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিং কাণ্ডের তদন্তকারী এই কর্মকর্তা।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরাজ বলেন, “ওই মামলাটা বেশি দূর এগোলোই না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ক্রিকেট তো বটেই, যে কোনো খেলায় দুর্নীতি রুখতে কোনো আইন নেই। জিম্বাবুয়ের মতো দেশেও নির্দিষ্ট আইন রয়েছে। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে রয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশে কঠিন আইন রয়েছে।”
মন্তব্য করুন: