অভিষেকে ঝড় তুলে আইপিএলকে ভিন্ন দুনিয়ার সঙ্গে তুলনা ম্যাগার্কের

১৩ এপ্রিল ২০২৪

অভিষেকে ঝড় তুলে আইপিএলকে ভিন্ন দুনিয়ার সঙ্গে তুলনা ম্যাগার্কের

গত বছর অক্টোবরে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতক হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাগার্ক। এরপর ঝড় তুলেছিলেন জাতীয় দলেও। তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫ ম্যাচ। আর প্রথমবার মাঠে নেমেই দলের জয়ে বেশ বড় ভূমিকা রাখা ২২ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলকে তুলনা করেছেন ভিন্ন এক দুনিয়ার সঙ্গে।

শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে ব্যাট হাতে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে আইপিএলে নিজের আবির্ভাবের কথা জানান দেন ফ্রেজার-ম্যাগার্ক। এরপর ৩৫ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের পথটা আরও সহজ করে দেন। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই মৌসুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

অথচ গত ডিসেম্বরে আইপিএলের নিলামে তরুণ এই ক্রিকেটার প্রথমে কোনো দলই পাননি। আসর শুরুর আগ মুহূর্তে দিল্লির দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অল-রাউন্ডার লুঙ্গি এনগিডি চোটের কারণে ছিটকে গেলে তার বদলি হিসেবে ফ্রেজার-ম্যাগার্ককে দলে নেওয়া হয়।

আগ্রাসী মানসিকতা ও ঝড়ো ব্যাটিং দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বেশ আগে থেকেই ফ্রেজার ম্যাগার্ক পরিচিত ‘নতুন ম্যাক্সওয়েল’  হিসেবে। এবার আইপিএলে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

এখানে থাকতে পেরে আমি এত বেশি খুশি… ক্রিকেটের দিক থেকে এটা যেন পুরো ভিন্ন এক দুনিয়া। এরকম কিছু জীবনে কখনও দেখিনি আগে। শুনেছি অনেক, কিন্তু নিজে কখনও অভিজ্ঞতাটা পাইনি। প্রথমবারের অভিজ্ঞতা বেশ দারুণ এবং আরও বেশি আশা করছি। ভারতে এসে খেলতে পারা আমার জন্য চমৎকার ব্যাপার।”

আইপিএলে অভিষেকের উপলক্ষ্যটাও একটু ভিন্ন ছিল ফ্রেজার-ম্যাগার্কের জন্য। নিজের ২২তম জন্মদিনের পরদিন প্রথমবার খেলার সুযোগ পাওয়া এই ক্রিকেটার জানান, মাঠে নামার জন্য তার অপেক্ষার তর সইছিল না। 

গত পাঁচ-ছয় ম্যাচ বাইরে বসেই কাটাতে হয়েছে। খেলা দেখছিলাম আর মাঠে নামতে উসখুস করছিলাম। অবশেষে মাঠে নামতে পেরে এবং প্রথম ম্যাচেই জিততে পেরে আমি রোমাঞ্চিত।”

অভিষেকে বিধ্বংসী ইনিংস উপহার দিতে নিজের স্বাভাবিক খেলাটাই চালিয়ে গেছেন জানিয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, “ব্যাটের মাঝখানে লাগানোর চেষ্টা করা। বল দেখে সেভাবেই সাড়া দেওয়া। গত ১২ মাসে এভাবেই চেষ্টা করে গেছি। সেটি বদলাচ্ছি না।”

মন্তব্য করুন: