হলান্দের লক্ষ্য ব্যালন ডি’অর নয়: গুয়ার্দিওলা
১৩ এপ্রিল ২০২৪
গত মৌসুমে ইংলিশ ফুটবলে অভিষেকের পর থেকেই আলোড়ন তুলেছেন আর্লিং হলান্দ। ম্যানচেস্টার সিটিকে ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর পাশাপাশি ক্লাবকে ট্রেবল জেতাতেও বেশ বড় ভূমিকা রেখেছিলেন এই স্ট্রাইকার। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর ব্যালন ডি’অর জেতা হয়নি এই নরওয়েজিয়ান তারকার। তবে কোচ পেপ গুয়ার্দিওলার মতে ব্যালন ডি’অর জেতা নয়, হলান্দের লক্ষ্য নাকি দলের হয়ে আরও ট্রফি জেতা।
২০২২-২৩ মৌসুমে সিটির জার্সি গায়ে গোল উৎসবে মাতেন হলান্দ। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে মাঠে নেমে বল জালে জড়ান ৩৬বার। গড়েন এক মৌসুমে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে করেন ১২ গোল। দলের হয়ে এরকম অসাধারণ পারফর্ম করেও শেষ পর্যন্ত লিওনেল মেসির কাছে হাতছাড়া করেন ব্যালন ডি’অরের পুরস্কার।
তবে চলতি মৌসুমে তেমন ছন্দে নেই নরওয়েজিয়ান এই তারকা। চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। এরপরেও লিগে এখন পর্যন্ত ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেই আছেন হলান্দ।
সিটির এই স্ট্রাইকারকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হলো বড় দলগুলোর বিপক্ষে ম্যাচে তাকে একদমই খুঁজে পাওয়া যায় না। তবে বিষয়টি মোটেও খুব একটা চিন্তিত নন গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটি কোচ জানান, হলান্দ থাকাতেই গত মৌসুমে সিটি ট্রেবল জিততে পেরেছে।
“তার লক্ষ্য তো ব্যালন ডি’অর জেতা নয়। লক্ষ্য হলো প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতা। যেটা সে করেছে। তাকে ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাকে ছাড়া ২০২৩ সালে আমরা কি পাঁচটি ট্রফি জিততে পারতাম? অবশ্যই নয়, সুযোগই নেই। সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে উন্নতি করবে কারণ তার আকাঙ্খা আছে, বয়স আছে। সামনের দিনে সে যত ম্যাচ খেলবে ততো অভিজ্ঞতা অর্জন করবে।”
প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শনিবার লুটন টাউনের বিপক্ষে মাঠে নামবে গুয়ার্দিওলার শিষ্যরা। এরপর বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: