৬ বলে ৬ ছক্কায় যুবরাজ-পোলার্ডের পাশে নেপালের দীপেন্দ্র
১৩ এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আবারও দেখা গেল ৬ বলে ৬ ছক্কার ঘটনা। এবারের কীর্তি নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ঐরির। ওমানের মাসকাটে কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। আর যে বোলারের ওপর দিয়ে ঝড়টা বয়ে গেছে, তার নাম কামরান খান।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নেপাল তোলে ৭ উইকেটে ২১০ রান। আলোচিত শেষ ওভারটির আগে দীপেন্দ্র সিং ১৫ বলে অপরাজিত ছিলেন ২৮ রানে। সেখান থেকে মিডিয়াম পেসার কামরানের এক ওভারের টানা ছয় বলে ছয় ছক্কা মেরে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। শেষ পর্যন্ত ২১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের আসরে এক ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ডারবানে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওপর দিয়ে তিনি ঝড় বইয়ে দেন। ২০২১ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। কুলিজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের সেই হতভাগা বোলার ছিলেন শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া।
মন্তব্য করুন: