চোটে আইপিএল শেষ মিচেল মার্শের

১৪ এপ্রিল ২০২৪

চোটে আইপিএল শেষ মিচেল মার্শের

ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএল শেষ হয়ে গেছে মিচেল মার্শের। আসছে জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন এই অল-রাউন্ডার। আর তাই তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে দেশে ফিরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই চলবে তার পরবর্তী চিকিৎসা।

গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পান মার্শ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সে সময় ডানহাতি এই অল-রাউন্ডারের চোট নিয়ে নিজেদের দুর্ভাবনার কথা জানান দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ।

এবার জানা গেল, গত ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরই দেশে ফেরেন মার্শ। ধারণা করা হচ্ছে, টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় এবারের মৌসুমের আইপিএলে তাকে আর দেখা যাবে না।  

ক্যারিয়ারজুড়েই একের পর এক চোটের কারণে ভুগতে হয়েছে মার্শকে। তাই গত এক বছর ধরে তাকে খুব সাবধানতায় সামলেছে অস্ট্রেলিয়া। ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য এখন তিনি। জিতেছেন ২০২৩ সালের অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও। 

তবে চোটের পড়ার আগে এবার দিল্লির হয়ে চার ম্যাচে মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট হাতে রান করেছেন ৬১। আর উইকেট পেয়েছেন কেবল একটি।

অন্যদিকে, মার্শের পাশাপাশি চোটে পড়েছেন তার স্বদেশি ডেভিড ওয়ার্নারও। গত শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হাতে আঘাত পান দিল্লির এই ওপেনার। চোটের সবশেষ অবস্থা জানার জন্য শনিবার আহমেদাবাদে বাঁহাতি এই ব্যাটারের স্ক্যান করানো হয়েছে।

মন্তব্য করুন: