বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি খাওয়ালেন গৌতম গম্ভীর

১৪ এপ্রিল ২০২৪

বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি খাওয়ালেন গৌতম গম্ভীর

বিশ্বের বিভিন্ন দেশে মহাসমারোহে উদযাপিত হলো নতুন বাংলা বছর ১৪৩১ সালের প্রথম দিনটি। রোববার এমন দিনেই আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগের দিন গত শনিবার সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের নববর্ষ উপলক্ষে মিষ্টিমুখ করিয়েছেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর।

দিল্লির বাসিন্দা হলেও বাঙালি সংস্কৃতি সম্পর্কে গৌতম গম্ভীরের বেশ জানাশোনা আছে। কলকাতা নাইট রাইডার্সেই খেলেছেন ৭ বছর। ২০১২ এবং ২০১৪ সালে অধিনায়ক হিসেবে নাইটদের শিরোপা জিতিয়েছেন। ক্যারিয়ার শেষে আবারও কলকাতায় ফিরেছেন মেন্টর হিসেবে। সুতরাং, বাঙালি সংস্কৃতির সঙ্গে তার পরিচয় থাকাটা খুবই স্বাভাবিক বিষয়।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কলকাতার প্রতিনিধি হয়ে এসেছিলেন গম্ভীর। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকেরা যখন চলে যেতে উদ্যত, ঠিক তখনই তাদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল (রোববার) নববর্ষ। তাই আমরা আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। নির্দ্বিধায় মিষ্টি খান এবং কিছু ক্যালরি বাড়ান।

গম্ভীরের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত সাংবাদিকরা মিষ্টিমুখ করেন। গম্ভীরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপশনে লেখা, গৌতম গম্ভীরের সঙ্গে মিষ্টিমুখ। বাঙালি সংস্কৃতির প্রতি গম্ভীরের এই ভালোবাসা মন জিতে নিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও। আর নববর্ষে লক্ষ্ণৌকে ৮ উইকেটে উড়িয়ে দারুন জয় তুলে নিয়েছে গম্ভীরের কলকাতা।

মন্তব্য করুন: