কলকাতার গরমে গলে যাচ্ছিলেন খুনে ব্যাটিং করা ফিল সল্ট

১৪ এপ্রিল ২০২৪

কলকাতার গরমে গলে যাচ্ছিলেন খুনে ব্যাটিং করা ফিল সল্ট

বাংলা নববর্ষের দিনে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৬ বল আর ৮ উইকেট হাতে রেখে এই জয়ের নায়ক ফিল সল্ট, যিনি ওপেনিংয়ে নেমে খেলেছেন খুনে ইনিংস। ম্যাচ শেষে কলকাতার প্রচণ্ড গরমের বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতাও গোপন করেননি এই ইংলিশ ক্রিকেটার।

রোববার ম্যাচের সময় কলকাতার তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আগে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৩২ বলে ৪৫ আর অধিনায়ক লোকেশ রাহুলের ২৭ বলে ৩৯ রানে ৭ উইকেটে ১৬১ রান তোলে লক্ষ্ণৌ। কলকাতার হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন মিচের স্টার্ক। জবাবে সল্টের ৪৭ বলে ১৪ চার ৩ ছক্কায় ৮৯ রানের ঝড়ে ১৫.৪ ওভারেই জিতে যায় কলকাতা। অধিনায়ক শ্রেয়স আয়ার ৩৮ বলে ৩৮ রান করে তাকে সঙ্গ দেন।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ফিল সল্টের হাতেই। নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে শুরুতেই তিনি টেনে আনেন কলকাতার তাপমাত্রার বিষয়টি, প্রচণ্ড গরম এখানে। মনে হচ্ছিল গলে যাব! ঘরের মাঠে আরেকটি জয় পেয়ে ভালো লাগছে। দিনের আলোয় উইকেট একটু ধীর ছিল। ফ্লাডলাইট জ্বলার পর উইকেটে কিছু ময়েশ্চার যোগ হয় এবং এটির রূপ বদলে যায়। (নাইট রাইডার্সে) ভালোই লাগছে। বেশ কয়েকজন দুর্দান্ত বিদেশি ক্রিকেটার এবং কোচ পেয়েছি।

মন্তব্য করুন: