লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে সাফল্যের রহস্য জানালেন স্টার্ক

১৫ এপ্রিল ২০২৪

লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে সাফল্যের রহস্য জানালেন স্টার্ক

আট বছর পর চলতি মৌসুম দিয়ে আইপিএলে ফিরেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার গতি তারকাকে দলে পেতে গত ডিসেম্বরের নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দলের হয়ে প্রথম চার ম্যাচে বল হাতে তিনি তেমন কিছুই করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত গত রোববার লক্ষ্ণৌ সুপার জায়েন্টেসের বিপক্ষে ম্যাচে নজর কেড়েছেন বাঁহাতি এই পেসার। পরে জানিয়েছেন তার এই সাফল্যের রহস্যও।

কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৪ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নেন স্টার্ক। ম্যাচে লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুলকে (৩৯) ফেরানোর পর শেষ ওভারে নেন বাকি দুই উইকেট। ওভারের প্রথম বলে ইনিংসের সর্বোচ্চ রান-সংগ্রাহক নিকোলাস পুরানকে (৪৫) কট বিহাইন্ড করেন। শেষ বলে নিজের ট্রেডমার্ক ইনসুইং ইয়র্কারে বাঁহাতি এই পেসার আরশাদ খানের স্ট্যাম্প ভাঙেন।

ম্যাচের মধ্যবর্তী বিরতিতে স্টার্ক জানান, প্রথম ওভারে যে পরিকল্পনা করে তিনি বল শুরু করেন তা ম্যাচের মাঝপথে বদলে ফেলাতে সফল হন তিনি। 

আমার কাজ ব্যাটারের কাছে বল ফেলে সুইং করানো। সেই কারণে শুরুতে ব্যাটারের কাছে বল ফেলছিলাম। কিন্তু দেখলাম এই পিচে সে রকম সুইং নেই। কিছু বল থমকে আসছে। সেই কারণে বল ব্যাটারের থেকে দূরে রাখতে শুরু করি। বাকি কাজ উইকেট করে।”

ইডেনের পিচে প্রথমে বল করায় তাদের সুবিধা হয়েছে বলে জানিয়ে বাঁহাতি এই পেসার বলেন, “দুপুরে খেলা হওয়ায় পিচ কিছুটা মন্থর ছিল। আবার কোনো বল তাড়াতাড়ি ব্যাটে আসছিল। তাই ব্যাটারদের সমস্যা হচ্ছিল। আমরা বলের গতির হেরফের করছিলাম। সেটা কাজে লেগেছে। ইডেনের বাউন্ডারি খুব বড় নয়। তাই সবাই ভালো বল করেছে। (সুনিল) নারাইন তো মাঝের ওভারে দুর্দান্ত বল করেছে।”

এই ম্যাচের আগে ১৪ ওভার বল করে ১৫৪ রানে ২ উইকেট নেন স্টার্ক, যেখানে তিনি ওভার প্রতি রান দেন ১১ করে।

মন্তব্য করুন: