তামিম-মুশফিকের অবসর ভাঙানোর পরিকল্পনা নেই

১৬ এপ্রিল ২০২৪

তামিম-মুশফিকের অবসর ভাঙানোর পরিকল্পনা নেই

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন জাতীয় দলের দুই ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে এই দুজনকে অবসর ভাঙিয়ে টি-টুয়েন্টিতে ফেরানোর পরিকল্পনা নেই বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেইসঙ্গে জানালেন, তামিমকে তিনি সব ফরম্যাটেই ফেরত চান।

গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে তামিম ইকবালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন শান্ত। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেননি টাইগার অধিনায়ক। মঙ্গলবার রাজধানীর এক অনুষ্ঠানে একই প্রশ্ন গিয়েছিল শান্তর কাছে। এবারও কিছু খোলাসা না করলেও তামিমের ফেরার বিষয়ে শান্ত খুব আশাব্যাঞ্জক কিছু শোনাতে পারেননি।

উনার সঙ্গে সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিস্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।

শান্ত জানান, তামিম খেলার মতো অবস্থায় থাকলে তারা যেকোনো সংস্করণেই চাইবেন তাকে, আমি তো চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।

শান্তর বক্তব্যের প্রেক্ষিতেই প্রশ্ন ছিল, তামিম-মুশফিকদের অবসর ভাঙিয়ে টি-টুয়েন্টিতে ফেরানোর কোনো পরিকল্পনা আছে কিনা? জবাবে শান্ত বলেন, এই মুহূর্তে এই ধরনের চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো থিতুও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।

মন্তব্য করুন: