মুস্তাফিজকে নিয়ে জালাল ইউনুসের বক্তব্যকে হাস্যকর বললেন সালাউদ্দিন
১৭ এপ্রিল ২০২৪
“আইপিএলে খেলে মুস্তাফিজের শেখার আর কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ হয়ে গেছে।” – জিম্বাবুয়ে সিরিজ না খেলে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার বিষয়ে এভাবেই নিজের অভিমত দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। স্বাভাবিকভাবেই তার এই ধরণের বক্তব্য নিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে আলোচনার সৃষ্টি হয়েছে। আর দেশের জনপ্রিয় ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো সরাসরি বিষয়টিকে কৌতুকের সঙ্গে তুলনা করেছেন।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত আইপিএলে ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করে পার্পল ক্যাপের দৌড়েও আছেন বাঁহাতি এই পেসার। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেয় বিসিবি। কিন্তু চেন্নাই কর্তৃপক্ষের অনুরোধে তার ছুটি একদিন বাড়িয়ে পরে তা ১ মে পর্যন্ত করা হয়।
বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজের দেশের ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, “মুস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। বরং মুস্তাফিজের থেকেই শিখতে পারে আইপিএলের অন্যান্য খেলোয়াড়েরা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজের থেকে শিখে অন্যদের লাভ হবে।”
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেইসবুকে সালাউদ্দিন লেখেন, “এর চেয়ে ভালো কিছু আশা করিনি। অসাধারণ চিন্তাভাবনা। আমার শোনা সেরা কৌতুক এটা। আল্লাহ মাফ কর।”
আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচের পর দেশে ফিরবেন মুস্তাফিজ। ৩ তারিখ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।
মন্তব্য করুন: