প্রত্যাবর্তনের ম্যাচে বলই হাতে পেলেন না আমির

১৯ এপ্রিল ২০২৪

প্রত্যাবর্তনের ম্যাচে বলই হাতে পেলেন না আমির

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি পাকিস্তানের জন্য বিশেষ কিছু ছিল। এই ম্যাচ দিয়ে আবারও দলের নেতৃত্বে ফিরেছেন বাবর আজম। জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে এক সময় সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে চাওয়া উসমান খানের। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শাদাব খান ও মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তনটাও হয়েছে এই ম্যাচ দিয়েই। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পর নিজের ফেরার ম্যাচে একটি বলও করতে পারেননি আমির।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেস্তে গেছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। এদিন বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ৫ ওভারে খেলার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। তবে প্রকৃতির বাধায় সেটিও আর শেষ হয়নি।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি কেবল দুটি বল করতে পেরেছেন। প্রথম বলে দুটি লেগ বাই রান পায় নিউ জিল্যান্ড। পরের বলেই বাঁহাতি আফ্রিদির বলে বোল্ড হয়ে যান সাজঘরে ফেরেন অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন। পাকিস্তানের খেলোয়াড়দেড় উইকেট উদযাপনের সময় আবারও বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ফলে ফেরার ম্যাচে বোলিংয়ের কোনো সুযোগই পেলেন না ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমির

বল হাতে মাঠে নামার জন্য বাঁহাতি এই পেসারকে এখন অপেক্ষা করতে হবে পরের ম্যাচগুলোর জন্য। আগামী শনি ও রোববার একই মাঠে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে সিরিজের শেষ দুই ম্যাচ হবে

মন্তব্য করুন: