রোহিতের পর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইনের বিরুদ্ধে মুখ খুললেন সিরাজ
২২ এপ্রিল ২০২৪
চলতি আইপিএলের মাঝেই কয়দিন আগে রোহিত শর্মা বলেছিলেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইনটি তার পছন্দ নয়। ভারত অধিনায়কের মতে, এর কারণে অল-রাউন্ডারদের কদর কমে যাচ্ছে এবং তাদের বিকাশের পথে তৈরি হয়েছে বাধা। এবার রোহিতের সুরেই সুর মেলালেন ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ।
ম্যাচ চলাকালীন সময়ে একাদশের একজন খেলোয়াড়কে বদলে আরেকজনকে নামানোর আইনের নাম ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। এই আইনের সুযোগে অতিরিক্ত একজন ব্যাটার খেলাতে পারছে দলগুলো। সবচেয়ে বেশি লাভবান হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিংয়ের সময় তারা ট্রাভিস হেডকে খেলাচ্ছে। বোলিংয়ের সময় তাকে বসিয়ে একজন বোলার খেলানো হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ বলেছেন, “ইমপ্যাক্ট প্লেয়ার আইনটা বাতিল করলে ভালো হতো। এর ফলে বোলারদের কাজ খুব কঠিন হয়ে গেছে। যে কেউ ক্রিজে এসেই প্রথম বল থেকে মারতে শুরু করে। তাই এবারের আইপিএলে ২৭০-২৮০ রান খুবই স্বাভাবিক হয়ে গেছে।”
এর আগে এই আইন নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, “আমি মনে করি, এই নিয়ম অল-রাউন্ডারদের উন্নতিতে ব্যঘাত ঘটাবে। কারণ শেষ পর্যন্ত ক্রিকেটে ১১ জন খেলে, ১২ জন নয়। আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে নই। মানুষকে সামান্য বিনোদন দেওয়ার জন্য খেলাটি থেকে অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে!”
মন্তব্য করুন: