লিটনের ব্যাটে ১০৬ বলে অপরাজিত ৫৬
২২ এপ্রিল ২০২৪
সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এরপর বিশ্রাম নিয়ে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংকের বিপক্ষে সোমবার তার ব্যাট থেকে এলো ১০৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস। মন্থর ফিফটি দৃষ্টিকটূ মনে হলেও আসলে লিটনের জন্য রান পাওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। সেই রানের দেখা অবশেষে পেলেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের প্রথম ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রান তুলেছিল প্রাইম ব্যাংক। বল হাতে ঝলসে উঠেছিলেন দুই পেসার শরীফুল ইসলাম আর তাসকিন আহমেদ। ম্যাচসেরা শরীফুল নিয়েছেন ২৭ রানে ৩ উইকেট আর তাসকিন এক মেডেনসহ ৩৪ রানে নিয়েছেন ২টি। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক জাকির হাসান। তামিম ইকবাল করেন ১০ বলে ১ রান।
জবাবে তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটি আর লিটনের ব্যাটে ৬৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এনামুল হকের (২২) সঙ্গে লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। পরে দ্বিতীয় উইকেটে শান্ত (২২) ও লিটন যোগ করেন ৫২ রান। পাঁচ নম্বরে নামা হৃদয় ২৭ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ৫৫ রান।
মন্তব্য করুন: