মিচেল মার্শের আইপিএল শেষ
২২ এপ্রিল ২০২৪
চলতি আইপিএলের থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। দিল্লি ক্যাপিটালসের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত ১২ এপ্রিল দেশে ফিরেছিলেন। সেই চোট থেকে সেরে উঠতে তার আরও সময় লাগবে। তাই তার ভারতে ফেরা হচ্ছে না। দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিল্লিতে সংবাদমাধ্যমকে পন্টিং বলেন, “আমার মনে হয় না সে ফিরে আসবে। বদলি খেলোয়াড়ের ব্যাপারে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া আছে। সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দ্রুত ফেরত পেতে চেয়েছে এবং আমরাও যত দ্রুত সম্ভব তাকে পাঠিয়েছি।”
“তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) গত কয়েক সপ্তাহ ধরে তার পুনর্বাসন প্রক্রিয়ার দেখভাল করছে। সেদিন তার (মার্শ) সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয়েছে, সে যেমনটা ভেবেছিল তার চেয়ে বেশি সময় লাগছে। তবে আমার মনে হয় না, টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে কোনো সমস্যা হবে।”
সাড়ে ৬ কোটি রুপিতে কেনা রুপির মার্শ গত ৩ এপ্রিল আইপিএলে নিজের সবশেষ ম্যাচ খেলেন। আসরে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেন মোট ৬১ রান। বোলিংয়ে ৮ ওভারে ১২.৮৭ ইকোনমিতে পেয়েছেন ১টি উইকেট। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। মার্শের নেতৃত্বেই এই টুর্নামেন্টে খেলার কথা অস্ট্রেলিয়ার।
মন্তব্য করুন: