বাংলাদেশের জন্য লেগ স্পিনার খুঁজে বের করার লক্ষ্য মুশতাকের

২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশের জন্য লেগ স্পিনার খুঁজে বের করার লক্ষ্য মুশতাকের

টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই মাসের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে এসেছেন মুশতাক আহমেদ। স্বল্প সময়েরর জন্য দায়িত্ব পেলেও দেশের স্পিনারদের জন্য আরও বড় পরিসরে কাজ করার কথা জানিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি লেগ স্পিনার। স্থানীয় কোচদের সঙ্গে কাজ করে ভবিষ্যতের জন্য লেগ স্পিনার ও বাঁহাতি রিস্ট স্পিনার বের করে আনায় ভূমিকা রাখতে চান।

গত সোমবার দলের দায়িত্ব নিতে ঢাকায় আসেন মুশতাক। এরপর মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে কোচিং স্টাফ, খেলোয়াড় ও বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচিতিপর্ব শেষে তাকে বরণ করে নেয় জাতীয় দল।

মুশতাকের আগমন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিসিবি। সেখানে বাংলাদেশ দলের অংশ হতে পেরে নিজের অনুভূতির কথা প্রকাশ করে ৫৩ বছর বয়সী সাবেক এই স্পিনার বলেন,বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। আমি মুখিয়ে আছি।

খেলোয়াড়ি জীবনে বেশ বাংলাদেশে এসেছিলেন মুশতাক। ১৯৯৪ সালে প্রথমবার পাকিস্তানের হয়ে প্রথম ঢাকায় আসেন তিনি। এরপর ১৯৯৮ সালে আসেন ভারত ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে। সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ২ উইকেট। আর ভারতের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট।

এত বছর পর বাংলাদেশে পা রেখে স্মৃতির সাগরে একটু ডুব দিয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলা এই কিংবদন্তি বলেন, “১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ১৯৯৩-৯৪ সালে (বাংলাদেশ সফরের) দলে ছিলাম। বাংলাদেশ সফরে আসা সবসময়ই দারুণ। কারণ এখানকার স্থানীয়রা পাকিস্তানি ক্রিকেটার ও পাকিস্তানি মানুষের বড় ভক্ত। আমরাও এখানে আসতে ও ক্রিকেট খেলতে সবসময় উপভোগ করেছি। এখানকার আতিথেয়তা অসাধারণ। খাবার ও সবকিছুই দারুণ পছন্দ করেছিলাম আমরা।

খেলা ছাড়ার পর কোচ হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন মুশতাক। স্পিন কোচ হিসেবে ছয় বছর ছিলেন ইংল্যান্ড দলে। এছাড়াও কাজ করেন নিজ দেশ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের হয়েও। এবার বাংলাদেশেও নিজের অভিজ্ঞতার ছাপ রাখতে চান তিনি।

প্রথমত, আমি বিশ্বাস করি যে, কোচ হিসেবে আমাকে বিশ্বাস রাখতে হবে। আমি এখানে এসেছি পার্থক্য গড়তে। ইনশাআল্লাহ স্পিন বিভাগে পার্থক্য গড়ব। আমার যে অভিজ্ঞতা আছে এত বছরের, তা ভাগাভাগি করতে পারব তরুণ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। আশা করি, আমরা পার্থক্য গড়তে পারব।

জাতীয় দলের জন্য লেগ স্পিনার খুঁজে বের করার জন্য তার পরিকল্পনার কথা জানিয়ে মুশতাক বলেন,ক্লাব ক্রিকেট ও প্রথম শ্রেণির কোচদের সঙ্গে দেখা করতে পারি এবং চেষ্টা করতে পারি ভালো লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার বের করে আনতে। কারণ এখন সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোয় উইকেট শিকারি স্পিনার লাগেই। রহস্য স্পিনারদের বের করে আনা গুরুত্বপূর্ণ এবং আশা করি, আমরা পারব।

মন্তব্য করুন: