অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে
২৪ এপ্রিল ২০২৪
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটিতে বড় চমক হয়ে এসেছেন জোনাথন ক্যাম্পবেল, যিনি জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালী সময়ের কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার জোনাথনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।
জোনাথন সাধারণত তিন নম্বর পজিশনেই ব্যাট করে থাকেন, সেইসঙ্গে লেগস্পিনটাও ভালো পারেন। তার পাশাপাশি দুই তরুণ খেলোয়াড় ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলের হয়ে সোনা জিতেছেন। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অল-রাউন্ডার ফারাজ আকরাম।
Johnathan Campbell, in his last 10 domestic matches( List A + First Class + other T20).
— Udit K (@UditKhar) February 16, 2024
Runs : 772
Matches: 10
Innings: 16
Average: 59.38
100s: 4
50s: 1
NO: 3
Future looks bright ?. pic.twitter.com/eQaCOA0Vmq
আগামী ৩ মে পাঁচ ম্যাচের টি-টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায়। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি। এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য বাংলাদেশ মঙ্গলবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।
জিম্বাবুয়ের টি-টি-টুয়েন্টি দল:
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
মন্তব্য করুন: