৬ ম্যাচ পর বেঙ্গালুরুর জয়ে যাদের লাভ, যাদের ক্ষতি
২৬ এপ্রিল ২০২৪
চলতি আইপিএলে টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে তারা হারিয়েছে ৩৫ রানের ব্যবধানে। প্যাট কামিন্সদের হারে কিছুটা সুবিধাই হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছেন শ্রেয়স আয়ারেরা।
আইপিএলের পয়েন্ট টেবিলে এখনও শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যলস। আটটি ম্যাচ খেলে সঞ্জু স্যামসনেরা জিতেছেন ৭টি। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নাইট রাইডার্স ৭ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। হায়দরাবাদের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে (১.২০৬) এগিয়ে আছে নাইট রাইডার্স।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিপক্ষে জিততে পারলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারতেন কামিন্সেরা। সেটা না হওয়ায় ৮ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট আর ০.৫৭৭ নেট রান রেট নিয়ে তাদের অবস্থান তিন নম্বরে। চতুর্থ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ১০। লোকেশ রাহুলেরা খেলেছেন আটটি ম্যাচ। জিতেছেন পাঁচটিতে। তাদের নেট রান রেট ০.১৪৮। এই চারটি দল প্লে অফের দৌড়ে এগিয়ে আছে।
তবে যেকোনো সময় শীর্ষ চারে পরিবর্তন আসতে পারে। প্রথম চারে চলে আসতে পারে অন্তত তিনটি দল। পাঁচে থাকা চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে চারটি জিতেছে। রুতুরাজ গায়কোয়াড়দের নেট রান রেট ০.৪১৫। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস চারটি জয় পেয়েছে ৯টি ম্যাচ খেলে। ঋষভ পন্থদের পয়েন্ট ৮ এবং নেট রান রেট -০.৩৮৬। পয়েন্ট টেবিলৈর সপ্তম স্থানে গুজরাত টাইটান্স। শুভমন গিলের দল খেলেছে ৯টি ম্যাচ। চার জয়ে তাদের পয়েন্ট ৮ এবং নেট রান রেট -০.৯৭৪।
তালিকায় অষ্টম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। আটটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। নেট রান রেট -০.২২৭। শেষ দুটি স্থানে আছে পাঞ্জাব কিংস এবং বেঙ্গালুরু। পাঞ্জাব এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। তাদের সংগ্রহ চার পয়েন্ট। নেট রান রেট -০.২৯২। পয়েন্ট তালিকায় দশম স্থানে আছেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরু ৯টি ম্যাচ খেলে দুটি জিতেছে। পয়েন্ট চার। নেট রান রেট -০.৭২১।
মন্তব্য করুন: