ক্রিকেটকে বিদায় বলতে ‘কেমন জানি লাগছে’ অলক কাপালির

২৬ এপ্রিল ২০২৪

ক্রিকেটকে বিদায় বলতে ‘কেমন জানি লাগছে’ অলক কাপালির

বয়স হয়ে গেছে ৪০। এই বয়সে কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন। কিন্তু অলক কাপালির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে সেই ২০১১ সালে। সিলেট বিভাগকে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে তুলে ২০২২ সালে বিদায় নেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও। এখনো খেলে যাচ্ছেন সাদা বলের ঘরোয়া ক্রিকেট। তাহলে বাইশ গজকে কবে বিদায় জানাবেন বাংলাদেশের এক সময়র সম্ভাবনাময় এই অল-রাউন্ডার?

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের হয়ে ৭ ম্যাচ খেলে ৫ ইনিংসে অলকের সংগ্রহ ১১৬ রান, উইকেট ৬টি। এই বয়সেও পুরে ৫০ ওভার ফিল্ডিং করছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের পারফর্ম্যান্স নিয়ে অলক বলেন, “ভালো লাগছে প্রিমিয়ার লিগ খেলে। প্রথমে সুযোগ পাব বলে মনে হয়নি। জাতীয় দলের অনেকেই ছিল আমাদের দলে। চোটের কারণে সুযোগ হয়েছে। আমি এখনো চেষ্টা করি পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে। অনেকে ২-৪ ওভার খেলে মাঠের বাইরে চলে যায়। কিন্তু আমি ম্যাচ খেললে পুরোপুরিই খেলতে চাই।”

এ বছরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন অলক। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণেই হয়তো এখনো চুড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি, “একটা সময় তো ছাড়তেই হবে। তবে ছাড়তেও খারাপ লাগে। এই বছরই ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এখনো বুঝতে পারছি না, কী করব। লিগে আরও কিছু ম্যাচ বাকি আছে। ম্যানেজমেন্ট, কোচ সালাউদ্দিন স্যারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। এত দিন ক্রিকেট খেলছি, এখন খেলা ছেড়ে দেব...কেমন জানি লাগছে।”

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর কী করবেন সেটাও ভেবে রেখেছেন এই অল-রাউন্ডার, “যদি ক্রিকেট ছেড়ে দিই, কোন জায়গায় যাব, কী করব, এসব নিয়ে চিন্তাভাবনা করছি। আমার ইচ্ছা ক্রিকেটের সঙ্গে থাকার। সেটা ক্রিকেট বোর্ডে হতে পারে, কোচিংয়ে হতে পারে। যদি ক্রিকেট বোর্ড থেকে ভালো প্রস্তাব আসে, ওটা ভেবে দেখব। আর যদি তা না হয়, তাহলে কোচিংয়ের সুযোগ খুঁজব। অনেক একাডেমি আছে, ক্লাব ক্রিকেট আছে। আমার কাছে ওই প্রস্তাবও এসেছে।”

মন্তব্য করুন: