আচরণবিধি ভেঙে আইপিএলে শাস্তি পেলেন ঈশান
২৮ এপ্রিল ২০২৪
শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ঈশান কিশানের বিরুদ্ধে নতুন কিছু নয়। বোর্ডের নির্দেশ অমান্য করায় ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটার। এবার আইপিএলের আচরণবিধি ভাঙায় তাকে শাস্তি পেতে হয়েছে।
শনিবার দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের রানবন্যার ম্যাচে ঈশানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে তাকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। সেখানে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তি হিসেবে মুম্বাইয়ের এই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। তবে ম্যাচে ঈশান ঠিক কি করেছিলেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এদিন দিল্লির দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বলে ২০ রান করেন ঈশান। শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচ হারে ১০ রানে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ সরাসরি উপেক্ষা করেছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজের মাঝামাঝি সময় তাকেসহ জাতীয় দলের শ্রেয়াস আইয়ারকে ঘরোয়া লিগ খেলার নির্দেশ দেওয়া হলেও এই দুই ক্রিকেটারই তা অমান্য করেন। ফলে দুই জনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই।
মন্তব্য করুন: