সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউ জিল্যান্ডের
২৯ এপ্রিল ২০২৪
১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের মতো এই জার্সি পরেই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউ জিল্যান্ড। ছবি : ব্ল্যাকক্যাপস
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সবার আগে দল ঘোষণা করল নিউ জিল্যান্ড। সোমবার দল ঘোষণার পাশাপাশি তারা বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউ জিল্যান্ড। বহুল প্রচলিত কালো রংয়ের জার্সির বদলে তারা ফিরিয়ে আনল ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের নীল জার্সি।
কেইন উইলিয়ামসনের নেতৃত্বে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউ জিল্যান্ড। ১৫ সদস্যের এই দলের ১৩ জনেরই এই ফরম্যাটে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র এবং ম্যাট হেনরি। দুজনের মাঝে রাচিন গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। আর ৩২ বছর বয়সী পেসার ম্যাট হেনরির আছে তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা।
কলিন মুনরোর ফেরা নিয়ে টুকটাক আলোচনা হলেও শেষ পর্যন্ত জায়গা পাননি তিনি। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন পেসার বেন সিয়ার্স। এছাড়া স্পিন আক্রমণে ইশ সোধির সঙ্গী মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। উইকেটকিপিংয়ে থাকবেন ওপেনার ডেভন কনওয়ে। বিকল্প কিপার হিসেবে আছেন আরেক ওপেনার ফিন অ্যালেন।
গায়ানায় আগামী ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ডের বিশ্বকাপ। তাদের গ্রুপে বাকি দলগুলো হলো- ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় আগামী ১ মে। তবে ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে।
নিউ জিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
মন্তব্য করুন: